• Powerball Winner: চিকিৎসার খরচ জোটাতে হিমসিম অবস্থা, হঠাৎই ১০ হাজার কোটির জ্যাকপট জিতে ভাগ্য় ফিরল ক্যানসার আক্রান্তের
    এই সময় | ০২ মে ২০২৪
  • লাওসে জন্ম চেং চার্লি সেফানের। ১৯৮৭ সালে প্রথমে থাইল্যান্ডে এবং তারপর ১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। লাওসে জন্মগ্রহণ করলেও নিজেকে লাওসিয়ান নন বরং নিজেকে আইউ মিয়ান বলেই পরিচয় দেন তিনি। এরা দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি জাতিগোষ্ঠী। সেফান ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছিলেন।দীর্ঘ আট বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন চেং চার্লি সেফান। সম্প্রতি নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছিল চার্লিকে। একই সঙ্গে আরো ভালো চিকিৎসকেরও প্রয়োজন হচ্ছিল তাঁর। এমন পরিস্থিতিতে কিছু না ভেবেই নিজের এক বন্ধুর সঙ্গে মিলে কিনে ফেলেছিলেন ২০ টিরও বেশি লটারির টিকিট। এমনকি লটারি ড্র হওয়ার আগে বন্ধু চাওয়েরসঙ্গে বিলিয়নিয়ার হওয়া নিয়ে ঠাট্টাও করেছিলেন তিনি।

    এরপরই জানতে পারেন জ্যাকপট জেতার খবরটি। সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন বন্ধু চাওকে। তিনিও তখন কাজে যাচ্ছিলেন। চার্লি তাঁরে ফোন করে বলেন, তোমাকে আর কাজে যেতে হবে না।

    বর্তমানে চার্লি পোর্টল্যান্ডের বাসিন্দা। তাঁরবয়স ৪৬ বছর। যে বয়সে একজন মানুষ মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অর্থ উপার্জন করে, সেই বয়সেই চার্লির ভাগ্যে অর্থের বর্ষণ হয়েছে।

    এতো পরিমান অর্থ দিয়ে কী করবেন, কোথায়ই বা খরচ করবেন তা ভাবতেই সময় কাটছে চার্লির।

    তিনি লটারির প্রাইজ মনি জিতেছেন ১.৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই অর্থ হল ১০,৮৪৫ কোটি টাকা। তবে কর কাটার পর তিনি হাতে পাবেন ৩,৫২২ কোটি টাকা।

    ওরেগন লটারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার্লি জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী ৩৭ বছর বয়সী ডুয়ান পেন সাইফান অর্ধেক টাকা নেবেন। বাকি অর্ধেক টাকা তিনি তাঁর বন্ধু ৫৫ বছর বয়সী লিসা চাওকে দেবেনয কারণ তাঁর বন্ধু তাঁকে লটারির টিকিট কিনতে সাহায্য করেছিলেন।

    লটারির টাকায় চার্লি সাইফান নিজের এবং নিজের পরিবারের জন্য একজন ভালো ডাক্তার খুঁজছেন। তিনি বলেন যে, তাঁর পরিবারকে সুস্বাস্থ্য এবং যত্ন প্রদান করতে চান তিনি। পুরো টাকা কোথায় কীভাবে খরচ করবেন তাই ভেববে উঠতে পারছেন না সইফান পরিবার। আদৌ পুরো টাকা খরচ করতে পারবেন কিনা তাই নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা নিজেই।

    প্রসঙ্গত, ওরেগন লটারি অনুসারে ১.৩ বিলিয়ন লটারিটি ইতিহাসের চতুর্থ বৃহত্তম পাওয়ারবল জ্যাকপট। আমেরিকান লটারি গেমের অষ্টম বৃহত্তম পুরস্কার। ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় জিতেছিল সবচেয়ে বড় আমেরিকান লটারি। জ্যাকপটের মূল্য ছিল ২.০৪ বিলিয়ন ডলার অর্থাৎ ১৬ হাজর কোটি টাকা।
  • Link to this news (এই সময়)