AmethiCongress Candidate: অমেঠি থেকে প্রার্থী হতে রাজি রাহুল! সন্ধ্যায় নাম ঘোষণা কংগ্রেসের
এই সময় | ০২ মে ২০২৪
অমেঠি ও রায়বরেলি নিয়ে বৃহস্পতিবারই সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেসকে। শুক্রবার, ৩ মে দুই আসনে মনোনয়ন পেশ করার শেষ দিন। এখনও পর্যন্ত স্পষ্ট নয় রাহুল, প্রিয়াঙ্কা নাকি গান্ধী পরিবারের বাইরে কেউ ওই দুই আসন থেকে লড়বেন কিনা।সূত্রের খবর, অমেঠি থেকে নির্বাচনে লড়তে রাজি হয়েছেন রাহুল গান্ধী। ২০১৯ সালে এই আসন থেকে লড়ে পরাজয়ের মুখে পড়তে হয় রাহুলকে। শুক্রবার অমেঠি আসন থেকে মনোনয়ন জমার শেষ দিন। এই আসনে ভারতীয় জনতা পার্টির তরফে আবারও মনোনয়ন
জমা দিয়েছেন স্মৃতি ইরানি। নির্বাচনী ময়দানে এবারও হ্য়াট্রিক করবেন, আত্মবিশ্বাসী স্মৃতি। জল্পনা চলছিল একেবারে শেষ লগ্ন উপস্থিত হওয়া সত্ত্বেও কেন কংগ্রেস প্রার্থী ঘোষণা করছে না। সূত্রের খবর, শেষ পর্যন্ত রাহুলের নামই অমেঠি থেকে চূড়ান্ত করতে চলেছে দল। সন্ধ্যার মধ্য়েই আনুষ্ঠানিক ভাবে রাহুলের নাম ঘোষণা করতে পারে কংগ্রেস।
মনে করা হচ্ছে ২০১৯ সালে এই আসনে পরাজয়ের কারণে প্রাথমিক ভাবে অমেঠি থেকে লড়তে চাননি রাহুল। তবে শেষ পর্যন্ত তাঁকে রাজি করানো গিয়েছে। দলের অন্দরেও মনোয়নের প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি এও জল্পনা রায়বরেলি আসন থেকেও প্রার্থী হতে পারেন রাহুল। কিংবা সেখান থেকে কংগ্রেস দাঁড় করাতে পারে প্রিয়াঙ্কাকেও। অমেঠি ছিল রাজীব গান্ধীর কেন্দ্র। ২০০৪ থেকে সেখানকার তিনবারের সাংসদ রাহুল ২০১৯-এর ভোটে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যান। ওয়ানাড়ে জিতে লোকসভায় যান রাহুল।
সূত্রের খবর, অমেঠি নিয়ে রাহুলের খুব বেশি আপত্তি না থাকলেও রায়বেরলির ব্যাপারে রাজি করানো যায়নি প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা নিজে চান দলের প্রচারে ছুটে বেড়াতে। তার প্রথম কারণ, পরিবারতন্ত্র নিয়ে অভিযোগ বিরোধীদের। প্রিয়াঙ্কা মনে করেন, তিনি প্রার্থী হলে বিজেপি পরিবারতন্ত্রের অভিযোগ আরও জোরদার করবে। ইতিমধ্যে প্রিয়াঙ্কার স্বামী রবাট বরঢার নামও আলোচনায় এসেছে। তিনিও বলেছেন, 'অমেঠি বা রায়বরেলি আসন থেকে কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার প্রস্তাব পেলে রাজি আছেন। এখন দেখার অমেঠি, রায়বেরলিতে গান্ধী পরিবারের লোকেরা প্রার্থী হন নাকি অতীতের মতো তাঁদের পছন্দের অন্য কাউকে টিকিট দেওয়া হয়। রায়বরেলি আসন থেকে প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়েও মনস্থির করতে পারেনি কংগ্রেস। এই নিয়ে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, 'পৈতৃক আসন থেকে লড়াই করার মতো আত্মবিশ্বাসও ওঁদের নেই।'