'আরও অনেকদিন খেলব', সৌমেন্দুর মনোনয়নে 'বুক ঠুকে' ঘোষণা শিশিরের
এই সময় | ০২ মে ২০২৪
কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন পেশপর্বে উপস্থিত থাকতে দেখা গেল শিশির অধিকারীকে। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে শিশির অধিকারী বলেন, 'অনেক খেলা বাকি এখনও, খেলব। আরও অনেকদিন খেলব।' একইসঙ্গে রাজ্যের ৪২ আসনে নন্দীগ্রামের মতোই ফল হবে বলেও দাবি করেন শিশির।এদিন শিশির অধিকারী বলেন, 'নন্দীগ্রাম যা দেখিয়ে দিয়েছে, সেটাই ফল হবে, তার বাইরে যাবে না।' ৪২ আসনে সেই 'ম্যাজিক'ই হবে বলেও দাবি করেন শিশির অধিকারী। বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেন, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। মনোনয়ন পেশ করতে যাওয়ার পথে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি কর্মীর সমর্থকদের। বিজেপি কর্মীদের অভিযোগ, সৌমেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে ঢুকতে বাধা দেয় পুলিশ। যার জেরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর সমর্থকদের বচসা শুরু হয়। পরে অবশ্য শিশির অধিকারী ও বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে ঢুকতে দেয় পুলিশ।
এর আগে বুধবার কাঁথির রামনগরের পদিমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুত্র সৌমেন্দুর সমর্থনে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় যোগ দেন শিশির অধিকারী। সেই সভায় বক্তব্য রাখার সময় রাজ্যের শাসকদল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন শিশির। ঘাসফুল শিবিরকে নিশানা করে তিনি বলেন, 'তৃণমূল চোর-ডাকাতে ভরে গিয়েছে, এটা লক্ষ্মীর ভাণ্ডারের ভোট নয়, দেশ গড়ার ভোট। এত দুর্নীতি জালিয়াতি অন্য কোথাও বা কোনও রাজ্যে দেখিনি।'
অধিকারী পরিবারের কর্তা বলেন, 'আমি জানি না আমার থেকে কোনও বয়স্ক লোক পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছেন কি না, তৃণমূলে যোগ দেওয়া মস্ত বড় ভুল ছিল, সেই আমিই আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি সে দিনের সিদ্ধান্তের জন্য, আমাদের সে দিনের ভুলের জন্য আজ বাংলাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, সে দিন যদি চোখ মুখ ওই দিকে না ঘোরাতাম তা হলে আজ বাংলার যুবকদের এই দুর্দশা হত না, আপনাদের অনুরোধ করছি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিন।'
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকেই ভোট লড়েছিলেন শিশির অধিকারী। তৃণমূলের টিকিটে লড়ে জয়ীও হয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে রাজ্য রাজনীতিতে বহু উত্থানপতন হয়। অধিকারী পরিবারে ফোটে পদ্ম। এবার সেই কাঁথি লোকসভা কেন্দ্রেই শিশির অধিকারীর এক ছেলেকে প্রার্থী করেছে বিজেপি।