Trinamool Congress : ‘সৌজন্য বিনিময় মানেই…’, কুণালের পাশে দাঁড়িয়ে বড় মন্তব্য শান্তনুর
এই সময় | ০৩ মে ২০২৪
প্রথমে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার। একদিনের মধ্যেই তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া। দলের জোড়া ফলার মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে। বৃহস্পতিবার কিছুটা আবেগতাড়িত দেখা গিয়েছে তাঁকে। এবার দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন আরেক মুখপাত্র শান্তনু সেন।উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের উপস্থিতিতে একটি অরাজনৈতিক সভায় কুণাল ঘোষের বক্তব্য নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তাপস রায়কে ‘প্রকৃত প্রার্থী’ হিসেবে মন্তব্য করতে গিয়ে দলের রোষানলের মুখে পড়তে হয়েছে তাঁকে। গতকালই তাঁকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই আজই দেখা যায়, তাঁকে তারকা প্রচারকের তালিকায় রাখা হয়নি।
তবে, পুরো বিষয়টি নিয়ে এদিন দলের আরেক মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘দল বিড়ম্বনায় পড়লেই আমি ও কুণাল ঘোষ বিরোধীদের আক্রমণ শানিয়েছি। কারও বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁর অবদান শেষ হয়ে যায় না। অরাজনৈতিক মঞ্চে বিরোধীদের সঙ্গে দেখা হতেই পারে। সৌজন্য বিনিময় মানেই, সেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা নয়।’ এমনকি, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ টেনে শান্তনু সেন বলেন, ‘কুণাল ঘোষ এখনও যেমন দলের অনুগত সৈনিক হিসেবে দাবি করছেন, আগামী দিনে মমতা-অভিষেকের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যেই কাজ করবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য চেষ্টা করবেন।’
Kunal Ghosh : 'আমি সাধারণ কর্মী, থেকে যাওয়ার চেষ্টা করব' প্রতিক্রিয়া কুণাল ঘোষের
যদিও, আজ তারকা প্রচারক তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া নিয়ে কুণাল ঘোষ নিজে জানিয়েছেন, যে নামগুলি তালিকায় রয়েছে, এঁদের মধ্যে অনেকেই ভাল বক্তৃতা করেন। কিন্তু এরপরেই তিনি যোগ করেন, দলের অর্ধেক নেতাকে শুভেন্দুকে ‘চোর’ বলতে গেলে আগে তিন বার বাথরুম যেতে হয়, তাঁদের আবার কিসের তালিকা! ঈশ্বর ওঁদের মঙ্গল করুন। আমার কোনও আফসোস নেই। আমি ধরেই নিয়েছিলাম, আমার নাম বাদ পড়বে।'
কুণাল ঘোষের বিষয়টি নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, দেরিতে হলেও উনি সত্যি কথাটা বলছেন। অন্তত সত্য বিষয়টি সামনে আনছেন। আমাদের দলে ওঁকে যোগ দিতে বলব না। কিন্তু, পরে হলেও উনি যে সত্যি কথাটা বলছেন প্রকাশ্যে, এটাই আমরা এতদিন ধরে বলে আসছিলাম। প্রসঙ্গত,দলের মুখপাত্র পদ থেকে তাঁকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল। যদিও, এরপরেও দলের একাধিক বিষয় বক্তব্য নিয়ে তিনি বিবৃতি দিয়ে আসছিলেন। তবে, বুধবার দলের তরফে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, তাঁকে দলে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হল। যদিও, এই দুটি পদ থেকে আগেই তিনি পদত্যাগ করার জন্য দলের কাছে আর্জি জানিয়েছিলেন।