• Fact Check : কেন্দ্রীয় মন্ত্রী কি সত্যিই বললেন কংগ্রেস সরকার আসছে? জেনে নিন নেপথ্য কাহিনি
    এই সময় | ০৩ মে ২০২৪
  • কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের একটি ভিডিয়ো সম্প্রতি বেশ ভাইরাল হয়, যেখানে তাঁকে কংগ্রেস সরকার আসার বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখা যায়। এই ভিডিয়োটি শেয়ার করতে গিয়ে অনেক সোশ্যাল মিডিয়া ইউজার তাঁকে নিয়ে মজাও করছেন। ভিডিয়োতে তাঁকে বলতে দেখা যাচ্ছে, 'আমি অনেক দিন ধরেই এটা দেখছি। জনসাধারণের খুব স্পষ্ট প্রবণতা রয়েছে। পরিবর্তন হচ্ছে এবং কংগ্রেস সরকার আসছে।'ফেসবুকে এই ভিডিয়োটি শেয়ার করার সময় এক ব্যক্তি লিখেছেন, 'পরিবর্তনের ঢেউ খুব স্পষ্ট, কংগ্রেস সরকার আসছে: - বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়াল।'

    ভিডিয়োটির ফ্যাক্ট চেক করে আজতক দেখে যে সেটি অসম্পূর্ণ এবং ২০২৩ সালের। প্রকৃতপক্ষে, রাজস্থান বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলার সময়, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মুখ ফসকে বলেছিলেন যে কংগ্রেস সরকার আসছে। সঙ্গে সঙ্গে তিনি তার ভুল শুধরে নেন। কিন্তু ভাইরাল ভিডিয়ো থেকে ওই অংশটি মুছে ফেলা হয়েছে।

    ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশন

    সত্য কী ভাবে জানা গেল?ভিডিয়োটির কীফ্রেমগুলিকে রিভার্স সার্চ করে, আজতক ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের কিছু ট্যুইট পায়। সেগুলি অনুযায়ি, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জনসাধারণের মুড নিয়ে বিবৃতি দেন যে কংগ্রেস সরকার আসবে।

    আরও কিছু অনুসন্ধান করার পর, আজতক একটি ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটির লং ভার্সন পায়। সেটি ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর শেয়ার করা হয়েছিল। ভিডিয়োটির ডেসক্রিপশনে বলা হয় যে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় মেঘওয়াল মুখ ফসকে বিজেপির জায়গায় কংগ্রেস সরকার আসবে বলে ফেলেছিলেন।

    আসলে ওই ভিডিয়োতে মেঘওয়াল বলেছেন, 'সংকল্প যাত্রা, এটি একটি অত্যন্ত সফল যাত্রা। আমি অনেক দিন ধরে এটা দেখছি। জনসাধারণের খুব স্পষ্ট প্রবণতা রয়েছে। পরিবর্তন আছে। কংগ্রেস সরকার আসছে, বিজেপি সরকার আসছে। এর পরপরই মেঘওয়াল তাঁর ভুল সংশোধন করে বলেন, 'কংগ্রেস সরকার যাচ্ছে এবং বিজেপি সরকার আসছে।' তবে ভাইরাল ভিডিয়ো থেকে ওই অংশটি কেটে ফেলা হয়েছে।

    প্রসঙ্গত, রাজস্থানে বিধানসভা নির্বাচনের ঠিক আগে, বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করেছিল। ২ সেপ্টেম্বর শুরু হওয়া এই যাত্রাটি প্রায় কুড়ি দিনের মধ্যে রাজ্যের ২০০টি বিধানসভাকে অতিক্রম করে। সেক্ষত্রে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের ওই পুরনো ও অসম্পূর্ণ ভিডিয়োর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

    (This article was originally published by aajtak and later edited and translated by Ei Samay Digital)
  • Link to this news (এই সময়)