• Brij Bhushan Sharan Singh: যৌন হেনস্থার অভিযোগ! ব্রিজভূষণকে বাদ দিয়ে, ছেলেকে টিকিট বিজেপির
    এই সময় | ০৩ মে ২০২৪
  • ব্রিজভূষণ শরণ সিং। ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান। তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে মামলা চলছে। দেশের সেরা কুস্তিগিররা রাস্তায় নেমে তাঁর বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছেন। ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে টিকিট দিল না বিজেপি। তাই বলে দলের এহেন দাপুটে নেতাকে তো আর ফেলে দেওয়া যায় না। তাই তাঁর পরিবারেই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।সূত্রের দাবি, ব্রিজভূষণ উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ। বিজেপিতে যোগ দেওয়ার আগে সমাজবাদী পর্টির টিকিটে লড়ছেন। এবং জিতেছেন। সাংসদ হয়েছেন নির্দল হিসেবেও। তাছাড়া কাইজারগঞ্জের বাইরে একাধিক লোকসভা কেন্দ্রে প্রভাব রয়েছে তাঁর। প্রভাবশালী এই জাঠ নেতা অন্তত সাত থেকে আটটি লোকসভা কেন্দ্রের ফলাফল নির্ধারণ করতে পারেন। এহেন নেতাকে তাই উপেক্ষা করা খুবই কঠিন।তাই শেষপর্যন্ত ব্রিজভূষণকে প্রার্থী করার মরিয় চেষ্টা করেছে গেরুয় শিবির। শেষ মুহূর্তে আদালতে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টাও করছেন ব্রিজভূষণ। কিন্তু কোনও সুরাহা মেলেনি। তাই একপ্রকার বাধ্য হয়েই ব্রিজভূষণের বদলে তাঁর ছেলেকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিল দল। ব্রিজভূষণের পরিবর্তে কাইজারগঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়বেন তাঁর ছেলে করণভূষণ সিং।কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী ২০ মে ভোট। ২৬ তারিখ থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে ওই এলাকায়। ৩ মে অর্থাৎ শুক্রবার শেষ তারিখ। তাই বাধ্য হয়েই করণভূষণ সিংকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হল বলে সূত্রের খবর।করণভূষণ সিংয়ের নাম ঘোষণা করার পাশাপাশি বিজেপি কংগ্রেসের শক্ত ঘাঁটি রায়বেরেলি থেকে প্রতাপ সিংকে প্রার্থী হিসেবে নাম দিয়েছে। কংগ্রেস এখনও সোনিয়া গান্ধীর হাতে থাকা মর্যাদার আসন থেকে তাদের বাছাই করা প্রার্থীর নাম ঘোষণা করেনি।বিজেপি সূত্রে খবর, হেভিওয়েট নেতা ব্রিজভূষণকে টিকিট দেওয়া নিয়ে দলের নেতৃত্ব তাঁর সঙ্গে কথা বলেছে। এমনকি টিকিটের জন্য হেভিওয়েট রাজনীতিবিদ দলকে যথেষ্ট চাপও দিয়েছেন। তবে শেষপর্যন্ত টিকিট পেলেন না তিনি।তাঁর বড় ছেলে প্রতীকভূষণ সিং একজন বিধায়ক। ছোট ছেলে করণভূষণ সিং বর্তমানে উত্তরপ্রদেশের কুস্তি সংস্থার প্রধান।প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে রেসলিং ফোরেশন অফ ইন্ডিয়ার সভাপতি, ব্রিজভূষণ শরণ সিং গত বছরের শুরুতে খবরের শিরোনামে আসেন। সেই সময় বজরঙ্গ পুনিয়া, ভিনেশ ফোগাত এবং সাক্ষী মালিক সহ দেশের শীর্ষ কুস্তিগীররা তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত করেছিলেন এবং রাস্তায় নেমে ব্যাপক প্রতিবাদ জানিয়েছিলেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে করা মামলা দিল্লির আদালতে বিচারাধীন।
  • Link to this news (এই সময়)