• পদে থাকলে গ্রেপ্তার করা যায় না রাজ্যপালকে, জানালেন আইনজ্ঞ...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ শ্লীলতাহানির। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী এই অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেন। তোলপাড় রাজ্য রাজনীতি। একইসঙ্গে প্রশ্ন উঠছে, রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এসব অভিযোগের ক্ষেত্রে কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া যায়? রক্ষাকবচ কি রয়েছে তাঁর? এবিষয়ে সংবিধান বিশেষজ্ঞ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) স্কুল অফ ল-এর ডিন দেবশ্রী মুখার্জি বলেন, "রাজ্যপালের বিরুদ্ধে চট করে কোনও মামলা শুরু করা যায় না। সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতি যতদিন তাঁদের পদে থাকেন ততদিন তাঁদের বিরুদ্ধে কোনও মামলা শুরু করা যায় না বা গ্রেপ্তারও করা যায় না। যদি কোনও অভিযোগ ওঠে তবে লোকসভা বা রাজ্যসভা সংসদের যে কোনও একটি কক্ষ একটি কমিটি গঠন করে বিষয়টির তদন্ত করতে পারে। তদন্তে যদি দেখা যায় রাজ্যপাল দোষী সাব্যস্ত হয়েছেন তখন তাঁকে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করা যেতে পারে সংবিধান অনুসরণ করেl"
  • Link to this news (আজকাল)