• ‌ মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রসূতির অস্ত্রোপচার!‌ পরিণতি শুনলে চমকে যাবেন...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অপারেশন থিয়েটারে নেই আলো। তাই মোবাইলের টর্চ জ্বালিয়েই চলল অস্ত্রোপচার। কিন্তু পরিণতি হল মর্মান্তিক। আলোর অভাবে সঠিকভাবে অস্ত্রোপচার না হওয়ায় গর্ভস্থ শিশুর তো মৃত্যু হলই, মারা গেল প্রসূতিও। বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। যে পুরসভার বার্ষিক বাজেট ৫২ হাজার কোটি টাকা, সেই পুরসভারই একটি হাসপাতালের বেহাল দশা এবং চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা নিয়ে শোরগোল উঠেছে। জানা গেছে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় বছর ছাব্বিশের সাহিদুনকে গত সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গেছে, সোমবার সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় হাসপাতালে। তিন ঘণ্টা ধরে জেনারেটরও চালানো হয়নি হাসপাতালে। সেই অবস্থাতেই সাহিদুনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করা হয় মোবাইলের লাইট জ্বেলে। ঘণ্টাখানেক পর চিকিৎসকরা জানান, প্রসবের সময় শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তপাতের কারণে প্রসূতিও মারা গেছে। এরপরই হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা। যুবতীর শাশুড়ির দাবি, তাঁর পুত্রবধূকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন সে সম্পূর্ণ সুস্থই ছিল। সোমবার সকাল সাতটায় তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সারাদিন তাঁকে সেখানেই রেখে দেওয়া হয়। রাত ৮টা নাগাদ জানানো হয়, প্রসবের সময় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। তবে যুবতীর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু পরিবারের সদস্যরা তাঁকে দেখতে গেলে দেখেন, যুবতীর সারা শরীর রক্তে ভাসছে। এর কিছুক্ষণ বাদে প্রসূতিরও মৃত্যু হয়। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিএমসি। 
  • Link to this news (আজকাল)