• দণ্ড সংহিতা নিয়ে রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের
    আজকাল | ০৩ মে ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন তিন দণ্ড সংহিতা বা সংশোধিত ক্রিমিনাল বিল। এই আইনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পুলিশ কর্মী, আধিকারিকদের প্রশিক্ষণের জন্য রাজ্যগুলির থেকে সহায়তা চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন আইনে প্রযুক্তি এবং সময় উপযোগী বিধি সংযুক্ত করা হয়েছে। এই আইন কার্যকর করার ফলে পুলিশি তদন্ত এবং বিচার প্রক্রিয়া সহজ হবে।স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, "ঔপনিবেশিক সময় থেকে সবার জন্য ন্যায় বিচারের নীতি মেনে বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দিকে যাত্রার একটি মাধ্যম এই তিন দণ্ড সংহিতা। দেশের সমস্ত পুলিশ এবং কারা বিভাগের আধিকারিকদের কাছে পৌঁছানো ভারত সরকারের একটি প্রচেষ্টা যাতে তাঁরা উন্নত ও ইতিবাচক পরিবর্তনের প্রাথমিক ধারণাগুলি অর্জন করতে পারেন এবং কার্যক্ষেত্রে সেগুলি আত্মবিশ্বাসের সঙ্গে প্রয়োগ করতে পারেন।" প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধি, অপরাধ আইন এবং সাক্ষ্য আইন পরিবর্তন করে আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন। স্বরাষ্ট্র্র মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে জানানো হয়েছে, নতুন আইন সম্পর্কে পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারীকদের ধারণা থাকা জরুরি। নতুন তিন আইন সম্পর্কে বিভিন্ন রাঙ্কের পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের পরিচিতি এবং তার প্রয়োগ সম্পর্কে ধারণা তৈরির জন্য প্রশিক্ষণের কাঠামো তৈরি করেছে কেন্দ্রীয় সরকারের সংস্থা ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বা বিপিআরডি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় পোর্টালও তৈরি করা হয়েছে। রাজ্যগুলি যাতে তাদের নিজস্ব পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে পুলিশ এবং কারা বিভাগের কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে তারজন্য তৈরি করা প্রশিক্ষণ কাঠামোও রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে পাঠিয়ে দিয়েছে বিপিআরডি।   রাজ্যগুলিকে বলা হয়েছে, "পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের নতুন আইন সম্পর্কে প্রশিক্ষণ আরও মজবুত করতে আপনাদের অংশগ্রহণ এবং সহযোগিতা জরুরি।" কারণ, স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, সমস্ত পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের সঠিক এবং পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়া হলে তিন আইন কার্যকর করা সম্ভব নয়। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এই প্রশিক্ষণ কাঠামো খতিয়ে দেখে সে সম্পর্কে যাতে পর্যাপ্ত ধারণা তৈরি করা যায়, সে ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
  • Link to this news (আজকাল)