• রাজভবনে রাজ্যের অর্থমন্ত্রীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি রাজ্যপালের ...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতেই রাজভবনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঘন্টাখানেক আগেই রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন রাজভবনে কর্মরত এক মহিলা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এমত অবস্থায় রাজভবনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যর ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের পরেই আরও কড়া রাজভবন। এবার সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব হয়ে সমস্যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজভবনে তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যাঁর নিয়োগকর্তা রাজ্যপাল তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। কলকাতা, ব্যারাকপুর এবং দার্জিলিংয়ের রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। কারণ হিসেবে জানানো হয়েছে, সংবিধান বিরোধী বক্তব্য রাখার জন্য রাজ্যের মন্ত্রী বিরুদ্ধে এই সিদ্ধান্ত। রাজ্যপাল তাঁর দপ্তরকেও নির্দেশ দিয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য্যের উপস্থিতিতে কোনও অনুষ্ঠান হলে সেখানে যাবেন না রাজ্যপাল বোস। চন্দ্রিমা ভট্টাচার্য্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রাজভবনের তরফে। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক, কর্মী ছাড়া পুলিশের প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে রাজভবন। বৃহস্পতিবার রাতে এক্স (পূর্বতন ট্যুইটার) ) হ্যান্ডলে পোস্ট করেছেন রাজ্যপাল। সেখানে তিনি লেখেন, ‘‘সত্যের জয় হবেই। কৌশলী কোনও আখ্যানের সামনে আমি মাথা নত করতে রাজি নই। যদি আমার বদনাম করে কেউ ভোটে ফায়দা তুলতে চান, ঈশ্বর তাঁদের মঙ্গল করুন। কিন্তু তাঁরা বাংলায় দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবেন না।’’
  • Link to this news (আজকাল)