• তাপমাত্রার হাফসেঞ্চুরি! দেশের উষ্ণতম স্থানের তকমা কোন শহরের?
    এই সময় | ০৩ মে ২০২৪
  • তাপ-যন্ত্রণায় অতিষ্ঠ দেশের একাংশ। কবে এই চরম তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে সেই আশাতেই চেয়ে আমজনতা। গায়ে ফোস্কা পড়া তাপপ্রবাহ থেকে কবে নিষ্কৃতি মিলতে চলেছে সেই অপেক্ষা দিন গুণছে দেশবাসী। এই প্রতিবেদনে আলোচ্য বিষয় ভারতের উষ্ণতম স্থানগুলি নিয়ে।ভারতের উষ্ণতম স্থান হল রাজস্থানের শ্রী গঙ্গানগর। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা পারদ পৌঁছয় ৪৫ ডিগ্রিতে, কখনও আবার ৫০ ডিগ্রিতে। শ্রী গঙ্গানগরকে রাজস্থানের 'খাদ্য ঝুড়ি' হিসেবে উল্লেখ করাহয়। উর্বর কৃষি এলাকা হিসেবে পরিচিত হলেও গ্রীষ্মকালে এখানে গরমের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে।

    ভারতের উষ্ণতম স্থান

    গ্রীষ্মকালে কাঠফাটা গরম সহ শুষ্ক মরুভূমির পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে কী ভাবে মানুষ বেঁচে থাকতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হল রাজস্থানের শ্রী গঙ্গানগর। এই অঞ্চল ভারতের সবচেয়ে উষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে দেশের উষ্ণতম অঞ্চল হওয়া সত্ত্বেও কৃষি কাজের জন্য সর্বজনবিদিত এই শহর। এই শহরকে 'রাজস্থানের কৃষিকেন্দ্র'-ও বলা হয়। বিভিন্ন ধরনের ফসল ফলাতে পারদর্শী এখানকার বাসিন্দারা।

    বিকানেরের মহারাজ গঙ্গা সিং আর পাঁচজনের থেকে ছিলেন সম্পূর্ণ আলাদা। ভাবনাচিন্তা দিক থেকে তিনি এগিয়ে ছিলেন অন্য শাসকদের থেকে। কী ভাবে এই শহরের কল্যাণ হয় তা নিয়েই সারাক্ষণ ভাবনাচিন্তা করতেন। নিজের নামে শ্রী গঙ্গানগরের নামকরণ করেন। খাল কেটে শুষ্ক মরুভূমিক বুকে কৃষিকার্জের জন্য জল পৌঁছনোর ব্যবস্থা করেন। আজীবন তিনি শুষ্ক মরু প্রান্তরে যাতে কৃষকরা ফসল ফলাতে পারেন সেই চেষ্টা করে গিয়েছেন।

    ভারতের উষ্ণতম স্থানের তালিকাস্থানঅবস্থাসর্বোচ্চ তাপমাত্রা °সেশ্রী গঙ্গানগররাজস্থান৫০°Cঝাঁসিউত্তর প্রদেশ৪৮°Cনাগপুরমহারাষ্ট্র ৪৮°Cডাল্টন গঞ্জঝাড়খণ্ড৪৮°Cবিলাসপুরছত্তিশগড়49°Cবিজয়ওয়াড়াঅন্ধ্র প্রদেশ৪৯°Cরেন্টাচিন্তলাঅন্ধ্র প্রদেশ৫০°Cতিতলাগড়ওড়িশা৪৮°Cওয়ার্ধামহারাষ্ট্র৪৮°Cদিল্লীদিল্লী৪৮°Cআগ্রাউত্তর প্রদেশ৪৯°Cসম্বলপুরওড়িশা৪৮°Cমাছলিপত্তনমঅন্ধ্র প্রদেশ৪৬°Cকুর্নুলঅন্ধ্র প্রদেশ৪৬°C

    দেশের উষ্ণতম স্থান হিসেবে পরিচিত শ্রী গঙ্গানগর বিশেষ করে গ্রীষ্মকালে তাপমাত্রা ছাড়িয়ে যায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের (১১৩ ডিগ্রি ফারেনহাইট) গণ্ডি। কখনও কখনও তাপমাত্রা পৌঁছয় ৫০ ডিগ্রি সেলসিয়াসেও। সেই কারণেই এটি ভারতের অন্যতম উষ্ণতম স্থান। মরুভূমির পরিবেশ হওয়ার এই অঞ্চলের যার আর্দ্রতা কম। কঠিন পরিস্থিতি সত্ত্বেও, শ্রী গঙ্গানগরের বাসিন্দারা এই চরম তাপমাত্রার সঙ্গেই নিজেদের মানিয়ে নিতে শিখেছে।
  • Link to this news (এই সময়)