• বিকট শব্দের নেপথ্যে কী? জামুড়িয়ায় কি উল্কাপাত? অবশেষে প্রকাশ্যে সত্যিটা
    এই সময় | ০৩ মে ২০২৪
  • বাড়িতে কি উল্কাপাত হয়েছে? কোনও মহাজাগতিক বস্তু এসে পড়ল ঘরের ভিতর? আতঙ্কে কাঁটা হয়েছিলেন পরিবারের বাসিন্দারা। একটি ভারী বস্তু ছাদ ফেটে ঢুকে বাড়ির মেঝেতে গিয়ে ঢোকে। ঘটনায় হইচই পড়ে যায় আসানসোলের জামুড়িয়ায়‌। তবে, শেষমেষ উল্কাপাত না অন্য কিছু! রহস্যের সমাধান হল।আকাশ থেকে আচমকা ভারী কোনও বস্তু ছিটকে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। ঘটনায় আহত হয়েছেন এক তরুণী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে জামুড়িয়ার ইকরা গ্রামের বাউড়িপাড়ায়। ইকরা ছাড়া এদিন সকালে একই ধরনের ঘটনা ঘটেছে জামুড়িয়ার রামডাঙা ও যাদুডাঙায়। আকাশ থেকে ছিটকে এসে কি উল্কা পড়ল? নাকি কোনও স্পেসক্রাফ্টের অংশ? এমন প্রশ্ন ঘুরে বেড়ায় স্থানীয়দের মুখে মুখে।

    যদিও পরে জানা যায়, ওই এলাকা লাগোয়া শিল্পতালুকের গ্রেট ইস্টার্ন রোলিং মিল কারখানায় এক দুর্ঘটনার জেরে এমনটা হয়েছে। রোলিং মিলের আরপিএম মোটরের হুইল খুলে গিয়ে এই বিপত্তি ঘটে। কারখানার ছাদ ফুটো করে জামুড়িয়ার ওই তিন এলাকায় সেই মোটর ও চাকার অংশগুলি ভেঙে ছিটকে পড়েছে। কোনও উল্কা নয়।

    এদিন প্রথমে ইকরার বাউড়িপাড়ার বাসিন্দা অনিল বাদ্যকরের বাড়ির ছাদে সজোরে ধাক্কা লাগে লোহার বলের মতো একটি যন্ত্রাংশের। এর পর সেটি অনিলের প্রতিবেশী অমর বাদ্যকরের বাড়ির উঠোনে আছড়ে পড়ে। এই ঘটনায় তাঁর মেয়ে বছর ১৮-র ঝুলন বাদ্যকর গুরুতর ভাবে আহত হন। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

    একই ভাবে রামডাঙা ও যাদুডাঙাতেও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর কারখানার ভিতরে ঢুকে ব্যাপক বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিআইডি-র বিশেষ দলও পৌঁছে যায় ঘটনাস্থলে। শেষে কারখানা বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে জামুড়িয়া-রানিগঞ্জ রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। পুলিশ-প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের ইতিবাচক আশ্বাসে অবরোধ ওঠে। জামুড়িয়ার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)