• শুক্রবার চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তানের মহাকাশযান
    আজকাল | ০৩ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ চীনের সহায়তায় প্রথমবার চন্দ্রাভিযানে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার চন্দ্রাভিমুখে যাত্রা শুরু হবে তাদের। গত বছরের ২৩ আগস্ট ভারতের সফল চন্দ্রাভিযানের বছর না ঘুরতেই এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি (আইএসটি) জানিয়েছে, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু হবে আগামী শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে। চীনের তৈরি চ্যাংয়ে–৬ চন্দ্রযান হাইনান প্রদেশের উৎক্ষেপণকেন্দ্র থেকে রওনা হবে। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব–কিউ। চ্যাংয়ে–৬ মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধুলো ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন। চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকোর সঙ্গে কাজ করে এই মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি। আইএসটি জানিয়েছে, আইকিউব–কিউ স্পেসশিপে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে। 
  • Link to this news (আজকাল)