• ‌‌আচমকা উঠল পাঁচ মিনিটের ঝড়, তছনছ মথুরাপুরের দুটি ব্লকের একাধিক বাড়ি ...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রবল গরম। রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ ও ২ নম্বর ব্লকে শুরু হয় ঝোড়ো হাওয়া। ঝড়ের শুরুতে স্থানীয়রা স্বস্তি পেলেও কিছুক্ষণের মধ্যেই তা বিপদে পরিণত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নদী পার্শ্ববর্তী এলাকার একাধিক বাড়ি। কোনও বাড়ির চাল উড়ে যায়। কোনও বাড়ি আবার ভেঙে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। পাঁচ মিনিটের ঝড়ে প্রায় তছনছ হয়ে যায় ওই দুই ব্লকের বহু বাড়ি। জানা গেছে ঝড়ের দাপটে অন্তত শতাধিক পরিবার সর্বস্বান্ত। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। ত্রিপল ও কিছু ত্রাণ দিয়ে ক্ষতিগ্রস্তদের সাময়িক সাহায্য করেছেন তিনি। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। 
  • Link to this news (আজকাল)