• তাঁর শূন্যপদে বসানো হোক ভোটকুশলী প্রতীককে, তৃণমূলের কাছে আর্জি কুণালের ...
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চর্চায় কুণাল ঘোষ। বুধবার তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করেছে দল। বৃহস্পতিবার দলের তরফে জানিয়ে দেওয়া হয়, নির্বাচনে তারকা প্রচারকের তালিকাতেও থাকছে না তাঁর নাম। এই নির্দেশের পরে দলীয় কর্মীদের মাঝে দাঁড়িয়ে কুণাল বলেছিলেন, পদে না হোক, পথে আছেন। রয়েছেন কর্মীদের পাশে। একই সঙ্গে বুধবার থেকে তিনি একাধিক প্রসঙ্গের উত্থাপন করেছেন, বক্তব্যে নাম করে বা না করে কটাক্ষ করেছেন একাধিক নেতাকে। এবার তাঁর নিশানায় আইপ্যাক এর প্রতীক জৈন। আইপ্যাক মূলত নির্ধারণ করে রাজ্যের শাসক দলের রণকৌশল। গত লোকসভা ভোটের পর থেকেই বাংলার শাসক দলের রণকৌশল ঠিক করে আসছে এই সংস্থা। ২০২১-এর বিধানসভা ভোটেও তাদের ভূমিকা ছিল ব্যাপক হারে। তারই প্রধান পরামর্শদাতা প্রতীক। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তাঁর কথাই লিখেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, "অপদার্থ" ও "দলবিরোধী" কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।" কুণালের এই বার্তা আদতে প্রতীক এবং ঘুরিয়েই দলেরই একাংশকে কটাক্ষ বলেই মত ওয়াকিবহাল মহলের।
  • Link to this news (আজকাল)