• ‌তাপপ্রবাহের হাত থেকে মুক্তি মিলবে শীঘ্রই, আসছে বৃষ্টি
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। আগামী সোমবার থেকে তাপপ্রবাহের পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দুই বর্ধমানে। শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদার একাধিক জায়গায়। তবে তাপপ্রবাহের তীব্রতা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, জানা গেছে সোমবার থেকে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা স্থায়ী হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হাওড়া, হুগলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকেই অবশ্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি কমতে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। 
  • Link to this news (আজকাল)