• অতীতেও এমন ঘটনা ঘটেছিল, রাজ্যপাল কাণ্ডে টুইট মমতার
    আজকাল | ০৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। অভিযোগ রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে। রাজভবনের এক কর্মীই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। এবার এই ঘটনার প্রেক্ষিতে সমাজমধ্যমে পোস্ট করলেন রাজ্যপাল। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার কয়েকঘন্টার মধ্যে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেশ কয়েকটি লাইনে সমগ্র ঘটনা প্রসঙ্গে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। শুরুতেই লিখেছেন, "অতীতে একই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্য কেউ, এখন আমি জেনেছি, তাঁরা সঠিক ছিলেন।" সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, "যদি আজ আমি আওয়াজ না তুলি, তাহলে একই ঘটনা ঘটবে অন্য মহিলাদের সঙ্গে।" পোস্টে মমতা লিখেছেন, রাজভবনের শ্লীলতাহানির ঘটনায় আরও নানা অজানা তথ্য উঠে আসছে। যৌন নিপীড়নের শিকার ওই মহিলা জানিয়েছেন, একই ভাবে আরও অনেক মহিলা হয়রানির শিকার হয়েছেন। নিজের পোস্টের একেবারে শেষাংশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে লিখেছেন, যদি তাঁরা সত্যিই "নারী কা সম্মান"-এ বিশ্বাস করে থাকেন, তাহলে ন্যায়বিচার নিশ্চিত করা উচিত।
  • Link to this news (আজকাল)