• ট্রেনেই প্রচার অগ্নিমিত্রার
    দৈনিক স্টেটসম্যান | ০৩ মে ২০২৪
  • অভিষেক রায়, খড়গপুর, ২ মে : ঘডি়তে নটা পঞ্চান্ন৷ খড়গপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে হাজির হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল৷ গন্তব্য সকাল ১০ঃ০৫ এর খড়গপুর বালেশ্বর লোকালে চেপে দাঁতনের আঙ্গুয়া৷ টিকিট কাউন্টারের সামনে দাঁডি়য়ে আঙ্গুয়া যাওয়ার দুটো টিকিট কাটলেন ৷ তারপরে সাব ওয়ে দিয়ে ভুল করে দু?নম্বর প্লাটফর্মে, পরে অনেকটা হেঁটে তিনের এ প্লাটফর্মে দাঁডি়য়ে থাকা বালেশ্বর লোকালে৷ অগ্নিমিত্রার এই প্রচারের সঙ্গী দলীয় কয়েকজন কর্মী৷ তাদেরই একজন ট্রেনে বসে থাকা যাত্রীদের মধ্যে লিফলেট বিলি করা শুরু করলেন আর দুহাত জড়ো করে ট্রেনে বসে থাকা যাত্রীদের নমস্কার জানিয়ে অগ্নিমিত্রা বললেন ,আমি মেদিনীপুরের বিজেপি প্রার্থী ৷ আপনারা আমাকে আশীর্বাদ করুন৷ মায়ের পাশে গোমরা মুখে বসে থাকা ছেলের মাথায় হাত বুলিয়ে তার রাগের কারণ যেমন জিজ্ঞেস করলেন , একটু দূরে বসে থাকা বাচ্চা মেয়ের সঙ্গে তার মায়ের আবদার মেনে ছবিও তুললেন৷ পারিবারিক সেলফিও তুললেন হাসি মুখে ৷
    কেন ট্রেনে প্রচারের এই ভাবনা, অগ্নিমিত্রা বলেন, ভারতবর্ষে রেল হচ্ছে জীবনের স্পন্দন৷ নিম্নবিত্ত, মধ্যবিত্ত লোকেরা লোকাল ট্রেনে চেপে যাতায়াত করেন৷ তাদের সঙ্গে সহজে মিলিত হওয়ার উপায় লোকাল ট্রেনে চাপা৷ কতটা সাড়া পাচ্ছি সেটা বড় কথা নয়, তাদের কাছে পৌঁছানোটাই বড় কথা৷ এই গরমে ট্রেনে প্রচার করা নিয়ে অগ্নিমিত্রার প্রতিক্রিয়া, এটা আমাদের কাছে বাঁচা মরার লড়াই৷ এই লড়াইয়ে আমাদের জিততেই হবে৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)