• কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রেখা পাত্র-সহ ৬ বিজেপি প্রার্থী
    দৈনিক স্টেটসম্যান | ০৩ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি? নিরাপত্তা বাড়ানো হল রাজ্যের ৬ বিজেপি প্রার্থীর৷ বসিরহাটের প্রার্থী রেখা পাত্র-সহ মোট ৬ জনকে ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা দেবেন৷ বিজেপি সূত্রে খবর, রেখা পাত্র ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রায়গঞ্জের কার্তিক পাল, বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী৷
    নির্বাচনের সময় বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রের দলীয় প্রার্থীদের নিরাপত্তা বৃদ্ধির ভাবনা ছিলই বিজেপির৷ সেই মতো স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন জানানো হয়৷ দুদফা ভোটের পর অবশেষে মন্ত্রকের অনুমোদনক্রমে তা করা হল৷ সূত্রের খবর, বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে দেওয়া হচ্ছে এক্স ক্যাটাগরি সুরক্ষা৷ এবার থেকে তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকবে সিআইএসএফ জওয়ানরা৷ রেখা পাত্রর সুরক্ষা নিয়ে বাড়তি মাথাব্যথা ছিল বিজেপির৷ সন্দেশখালিতে ধর্ষণ, নারী নির্যাতনের যেসব অভিযোগ উঠেছিল, তাতে সাক্ষী হিসেবে রেখা পাত্র আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন৷ লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর তিনি নিজেই নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন৷ এবার তাঁকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হল৷ রেখার সুরক্ষায় থাকবেন কেন্দ্রীয় আধা সেনা৷
    বিজেপি সূত্রে আরও খবর, তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা আগেই ছিল৷ হাইপ্রোফাইল প্রার্থীর জন্য ভোটের সময়েও তা রাখা হয়েছে৷ তাছাড়া বহরমপুরের নির্মল সাহা, ঝাড়গ্রামের প্রণত টুডু, মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কাণ্ডারী?এঁদের সকলের নিরাপত্তা বাডি়য়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ এছাড়া বঙ্গ বিজেপির নেতা অভিজিৎ বর্মন, তাপস দাসকেও নিরাপত্তা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)