• ‘মৃত্যুকে কাছ থেকে দেখলাম, মনে হচ্ছিল….’, হেলিকপ্টারে ধোঁয়ার পরে আতঙ্কে দেব
    হিন্দুস্তান টাইমস | ০৩ মে ২০২৪
  • মুর্শিদাবাদে যাওয়ার পথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া দেখা গেল। তার জেরে উড়ানের পরই জরুরি ভিত্তিতে হেলিকপ্টারটিকে মালদায় অবতরণ করানো হয়।আপাতত ওই হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি সারাইয়ের চেষ্টা করা হচ্ছে। হেলিকপ্টারকে ‘সুস্থ’ করে তুলতে কতক্ষণ লাগবে, তা স্পষ্ট না হওয়ায় ইতিমধ্যে সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। সেইসঙ্গে একটি বড় ফাঁড়া কেটে যাওয়ার পরে হেলিকপ্টারে ইতঃস্তত বোধ করছেন দেব। তাই সড়কপথেই মুর্শিদাবাদে যাচ্ছেন। তারইমধ্যে ভক্তদের আশ্বস্ত করে দেব জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। আগে থেকেই কর্মসূচি থাকায় মুর্শিদাবাদে যাচ্ছেন। সম্ভবত সেখানেই দেব রাত্রিবাস করবেন বলে সূত্রের খবর।

    শুক্রবার লোকসভা নির্বাচনের প্রচারে মালদার রতুয়ায় আসেন দেব। রোড শো করেন। সেখান থেকে মুর্শিদাবাদের রানিনগরে কাছে যাওয়ার জন্য রতুয়া স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চড়েন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। কিন্তু উড়ানের পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টারে ধোঁয়া দেখা দেয়। কোনওরকম ঝুঁকি না নিয়ে মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। আপাতত বিমানবন্দরে ওই হেলিকপ্টার সারাইয়ের কাজ চলছে। তারইমধ্যে গাড়িতে চেপে রানিনগরের উদ্দেশে রওনা দিয়েছেন দেব।

    দেব বলেন, 'মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় বেঁচে গিয়েছে। এটা বলব যে মৃত্যুকে কাছ থেকে দেখলাম। ঠিক আছে। এখন ভালো আছি। ঠাকুর সঙ্গে আছেন। মানুষ সঙ্গে আছে।' সেইসঙ্গে তিনি বলেন, ‘এই বিষয়টা আমার কোনও অভিযোগ নেই। একটা সময় মনে হয়েছিল যে থ্যাঙ্ক ইউ সো মাচ বলার সময় এসে গিয়েছে।’

    সেইসঙ্গে তিনি বলেন, ‘পাইলটরা নিজেদের সেরাটা উজাড় করে দেন। সেরা পাইলটরা ছিলেন। সবাই এখন ভালো আছেন। সুস্থ আছেন। বাবা-মা'র আশীর্বাদ, বাংলার মানুষের আশীর্বাদে (বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গিয়েছি)। (পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে) গাড়িতে করে যাচ্ছি। যেটা ৩০ মিনিট লাগত, সেটা চার ঘণ্টা লাগবে। কিন্তু দল কথা দিয়েছে। আমায় রাখতেই হবে।’

    দেবের হেলিকপ্টার-বিপত্তি পরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা উদ্বিগ্ন। ভালোভাবে অবতরণ হয়েছে, (সেজন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ)। দেব ও তাঁর সহযাত্রীরা যে সুস্থ আছেন, সেটা ভালো বিষয়। ভালোভাবে হেলিকপ্টারের স্বাস্থ্যপরীক্ষার পরে চলতে থাকুক।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)