• নির্বাচেন মাঝেই বড় পদক্ষেপ কমিশনের, সরানো হল ডায়মন্ড হারবার সহ ২ থানার ওসিকে
    এই সময় | ০৪ মে ২০২৪
  • দেশে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ২ দফার ভোট হয়ে গিয়েছে। তারই মাঝে ফের একবার বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। দুই থানার ওসিদের সরিয়ে দিল কমিশন। সেই দুই থানা হল ডায়মন্ড হারবার ও আনন্দপুর। ডায়মন্ড হারবার থানার ওসি শুভাশিস ঘোষ এবং আনন্দপুর থানার ওসি সুমনকুমার দে-কে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই দুই থানার জন্য বিকল্প ৩ জন করে অফিসারের নামও চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।ওসি সরানোর ঘটনায় চাঞ্চল্যভোটের মাঝে দুই থানার ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আওতাভুক্ত আনন্দপুর এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অন্তর্গত ডায়মন্ড হারবার থানা থেকে ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই বেশ চর্চাও শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে মহিলা বিজেপি নেত্রীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় আনন্দপুর থানা এলাকায়। মনে রাখতে হবে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করছেন মালা রায়, বিজেপির হয়ে লড়ছেন দেবশ্রী চৌধুরী এবং বামেদের হয়ে লড়াই করছেন সায়েরা শাহ হালিম। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াইতে রয়েছেন দলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং বাম প্রার্থী প্রতীক উর রহমান। এছাড়াও ওই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ-ও। দুই কেন্দ্রেই এখনও ভোটগ্রহণ হয়নি।

    কিছুদিন আগে পরিবর্তন ডিজি পদেপ্রসঙ্গত কিছুদিন আগে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকেও। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে সেটাই রাজ্যে বড় পদক্ষেপ ছিল জাতীয় নির্বাচন কমিশনের। তার মাস আগেই রাজীব কুমারকে রাজ্যে পুলিশের ডিজি পদে আনা হয়েছিল। কিন্তু বে্শিদিন অবশ্য ওই পদে থাকতে পারলেন না তিনি। দেশে নির্বাচন ঘোষণা হওয়ার পরেই ওই পদক্ষেপ করা হয়। নির্বাচন অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কমিশন যে বদ্ধপরিকর তা সেইদিনই বুঝিয়ে দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর তারপরেই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে।

    রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম চায় নির্বাচন কমিশন। সেই তালিকায় রাজেশ কুমার, বিবেক সহায় ও সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ছিল। অস্থায়ীভাবে ডিজি পদে আসেন বিবেক সহায়। তবে ২৪ ঘণ্টার মধ্যে ফের সেই ডিজি-কেও বদলে দেওয়া হয়। অবশেষে নতুন ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হয়।
  • Link to this news (এই সময়)