একসঙ্গে শুতে দিল না হোটেল! কুইন সাইজের বেড বুক করেও ২ আলাদা শয্যায় লেসবিয়ান যুগল
এই সময় | ০৪ মে ২০২৪
কুইন সাইজের বেড রয়েছে এমন হোটেল রুম বুক করেছিলেন সমপ্রেমী যুগল। হোটেলের রুমে চেক-ইন করতেই চোখ কপালে উঠল। দেখলেন হোটেল ঘরে কুইন সাইজের বেড দেওয়া তো দূর তাঁদের দু'জনের জন্য দু'টি সিঙ্গল বেড রাখা হয়েছে ঘরে। এমন ভুল হল কেন? রিসেপসনিস্টে কাছে জিজ্ঞাসা করতে জানতে পারলেন তাঁরা দু'জন মেয়ে হওয়ায় তাঁদের রুমে কুইন বেডের পরিবর্তে আলাদা আলাদা দু'টো সিঙ্গল বেড রাখা হয়েছে। এমন ভাবে অনুমতি ছাড়া তাঁদের ঘরে এমন পরিবর্তন করে দেওয়া হবে তা ঠাওর করতে পারেনি দুই যুবতী। এটা ভেবেই অবাক হচ্ছেন সমাজ এগোলেও এখনও পুরনো ধ্যানধারণা ত্যাগ করতে পারেনি অনেকেই।অভিজ্ঞতার কথা টিকটকে শেয়ার করে নিয়েছেন যুগল। শুধুমাত্র দু'জন মেয়ে হওয়ায় আলাদা আলাদা বিছানা হয়তো পছন্দ করবেন এমনটা ভেবে নিয়েই মর্জি মাফিক একটি কুইন সাইজের বিছানার পরিবর্তে দু'টি সিঙ্গল বেডের ব্যবস্থা করে হোটেলের রুমে। টিকটকে অ্য়ালেক্সাসিয়ার্থ নামে পরিচত অ্যালেক্সা নামে ওই যুবতী একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর সঙ্গীর সঙ্গে। দু'টি আলাদা আলাদা বিছানায় বসে নিজেদের অভিজ্ঞতার কথা আলাদা ভাবে ভাগ করে নিয়েছেন তাঁরা। বিষয়টি প্রকাশ্য়ে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই হোটেল কর্তৃপক্ষের এই ধরনের পদক্ষেপের নিন্দা করেছেন।
নেটিজেনদের যুক্তি যেখানে সমপ্রেম নিয়ে চারদিকে এত আলোচনা হচ্ছে, সমপ্রেমের সপক্ষে সওয়াল করছেন বেশির ভাগ মানুষ সেই আবহে দাঁড়িয়ে ২০২৪ সালে কোনও হোটেল কর্তৃপক্ষের এই ধরনের আচরণ কোনও ভাবেই মানা যায় না। গ্রাহককে জিজ্ঞাসা না করেই নিজের মর্জিমাফিক হোটেলের এই ধরনের সিদ্ধান্ত মোটেও কাম্য নয়। অনেকের মতে, এখনও বেশিরভাগ হোটেল একজন ছেলে ও একজন মেয়ে চেক-ইন করলেই ভেবে নেওয়া হয় তাঁরা হয়তো বা দম্পতি। অনেকেই বলছেন, সমাজ এগিয়ে গেলেও মানসিকতার কোনও পরিবর্তন হচ্ছে না। আজও একজন ছেলে ও মেয়ে যে বন্ধু হিসেবেও কোনও হোটেলে চেক ইন তা অনেক সময়ই মনে করা হয় না। এখনও যে সমপ্রেমী সম্পর্ক নিয়ে সমাজের ট্যাবু ভাঙেনি এবং তা ভাঙতে অনেক সময় লাগবে তা এই ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেছেন দুই যুবতী। প্রশ্ন উঠছে বিপরীত লিঙ্গের যুগল কোনও হোটেলে চেক-ইন করলে তাদের এই ধরনের সমস্যায় পড়তে হয় না তবে কেন শুধুমাত্র সমপ্রেমী যুগলরাই সমস্যায় পড়বেন?