• দার্জিলিঙের তুলনায় খরচ কম? পাকদণ্ডী বেয়ে কালিম্পঙের পথে পর্যটকদের গাড়ি
    এই সময় | ০৪ মে ২০২৪
  • Kalimpong Tour : দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে, তাতে সব সময়ই মন বলেছে ‘পালাই, পালাই!’। ট্রেনে চেপে কোনওরকমে এনজেপি গিয়ে পড়লেই হয়। এরপর পছন্দের ডেস্টিনেশনে পাড়ি দিচ্ছেন পর্যটকরা। বিগত কয়েকদিনে পাহাড়ের রানি দার্জিলিঙে ঠাঁই মেলা ভার। তবে, রাজ্যেরই আরেক শৈল শহর কী দোষ করল? কোলাহলপূর্ণ দার্জিলিঙের চেয়ে মনোরম কালিম্পঙে গ্যাঁটের কড়ি কম খরচা হবে? কী বলছেন পর্যটন ব্যবসায়ীরা?দার্জিলিং থেকে ৫০ কিমি পূর্বে পাহাড়ের কোলে ছোট্ট শহর কালিম্পং। ১২০০ মিটার উচ্চতায় এই শহরের রয়েছে প্রাচীন ইতিহাসও। অভিধান বলছে, ‘কালিম’ শব্দের অর্থ রাজার মন্ত্রী এবং 'পং' শব্দের মানে ক্ষমতার কেন্দ্র। ভারত ও তিব্বতের মধ্যে নিবিড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এই জায়গার। মনোরম আবহাওয়া ও দৃশ্যায়নের জন্য ভ্রমণপিপাসু মানুষের কাছে এই জায়গার কদর নেহাত কম নয়।

    ডারপিন মনাস্ট্রি

    দার্জিলিঙের থেকে খরচ-খরচা কম?

    রাজ্যের অন্যতম প্রধান শৈল শহর দার্জিলিং। পর্যটনের দিক থেকে অনেকটাই এগিয়ে সে। পাহাড়ি শহর হিসেবে হোটেল ভাড়া তুলনামূলক বেশিই হয় দার্জিলিঙে বলেই জানাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। সেই দিক থেকে দেখলে কালিম্পং অনেকটাই সস্তার ডেস্টিনেশন। কালিম্পং-এ অবস্থিত হোটেল গার্ডেনরিচ, হোটেল পারিজাত, হোটেল ট্রেস কালিম্পং ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে ডবল বেডরুম মেলে। হোম-স্টেগুলিতে থাকার পরিকল্পনা করলে থাকা-খাওয়া মিলিয়ে খরচ অনেকটাই সাশ্রয় করে দেয়।

    ডেলো

    মরশুমে চাহিদা কেমন?

    ফেব্রুয়ারির পর থেকে পাহাড়ে ভিড় জমাতে থাকেন পর্যটকরা। দার্জিলিং শহর জুড়ে মে মাসের দোরগোড়ায় লোকে লোকারণ্য। প্রায় সব হোটেলই আগামী কিছুদিনের জন্য বুক হয়ে রয়েছে। সেই তুলনায় কালিম্পং-কে সেন্টার করে ঘোরাঘুরির প্ল্যান করলে অনেকটাই সুবিধা পেতে পারেন পর্যটকরা। কালিম্পং-এক হোটেল ব্যবসায়ী সুমিত লামা জানান, দুটি জায়গা আলাদা। দুটি জায়গায় সৌন্দর্য্য আলাদা। তবে, কালিম্পঙেও অনেক ভালো হোটেল রয়েছে, এখানেও আশেপাশের অনেক ঘুরে দেখার জায়গা রয়েছে। তাছাড়া, মরশুমে এতটাই দার্জিলিঙে হোটেল ভাড়া নেওয়া হচ্ছে, যে অনেকেই গাড়ি ঘুরিয়ে এখানে চলে আসছেন।

    Darjeeling Tour : মনোরম আবহাওয়া, গরম থেকে বাঁচতে যাবেন নাকি দার্জিলিং

    কালিম্পঙের কিছু হোটেলের খরচ-খরচা

    নামভাড়াডেলো ট্যুরিস্ট লজ২১০০ - ৩৫০০ + জিএসটিমরগ্যান হাউস২৫০০ + জিএসটিমংপু রিট্রিট২৫০০ প্রতিজনহোম স্টে কেমন রয়েছে?

    বিগত কয়েক বছরে দার্জিলিং-কালিম্পং ছাড়াও পাহাড়ের একাধিক ছোট ছোট গ্রামে হোম স্টে পদ্ধতি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এতে একদিকে, সেই এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, পাশাপাশি বাইরে থেকে যে পর্যটকরা যাচ্ছেন, তাঁদের পকেট ভারী রাখার প্রয়োজন পড়ছে না। কালিম্পং-এও বিগত কয়েক বছরে প্রচুর হোম স্টে তৈরি হয়েছে, যেগুলি ভালো পরিষেবা দিয়ে হচ্ছে। শেরপা হোম স্টে (07947418902), ম্যাঙ্গনোলিয়া হোম স্টে (07947419432) মানস সরোবর হোম স্টে (07947419761), হোলুম্বা হোম স্টে (07947420501), সমীর হোম স্টে (91-7501844554), এরকম একাধিক ভালো হোম স্টে রয়েছে।

    কালিম্পং-এ দ্রষ্টব্য কী?

    কালিম্পং-এর অন্যতম আকর্ষণীয় জায়গাগুলি হল - ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখান থেকে আপনি আপনার কালিম্পং ভ্রমণ শুরু করতে পারেন। এই জাতীয় উদ্যানটিতে বিদেশী প্রজাতির পাখি, বন্য প্রাণী দেখার সুযোগ মিলবে। ভাগ্য ভালো থাকলে, এশিয়াটিক কালো ভাল্লুক এবং লাল পান্ডা দেখতে পারেন। এছাড়াও রয়েছে পেডং। পেডং হল কালিম্পং জেলার অন্যতম সুন্দর গ্রাম যা কালিম্পং শহরের মূল শহর থেকে মাত্র 21 কিমি দূরে অবস্থিত। এই গ্রামটি মাউন্ট সিনিওলচু এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। পেডং-এর কিছু বিখ্যাত পর্যটন আকর্ষণ হল সিলরি গাঁও, পেডং মনাস্ট্রি, সাইলেন্স ভ্যালি, টিনচুলি ভিউপয়েন্ট, রিক্কিসুম এবং দামসাং ফোর্ট। কালিম্পং-এ রয়েছে ডেলো পাহাড়। ডেলো হল কালিম্পং-এর অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ, যা সমগ্র জেলার সর্বোচ্চ পয়েন্ট হিসেবে পরিচিত। ডেলো পাহাড়ে একটি পার্কও রয়েছে যা বিনোদনের জন্য দুর্দান্ত।
  • Link to this news (এই সময়)