• আমরা এখন আর দল নয়, একটা পরিবার, দাবি শুভাশিসের
    আজকাল | ০৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চার বছর আগে গোয়ার সেই রাতটা চোখের সামনে ভাসছে। উইলিয়ামসের গোলে এগিয়েও ম্যাচের শেষলগ্নে বিপিন সিংয়ের গোলে স্বপ্নভঙ্গ। তবে সেই মোহনবাগানের থেকে এই মোহনবাগান অনেক বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধ। যা ফুটবলারদের শরীরীভাষায় স্পষ্ট। শুক্রবার মেগা ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল অধিনায়ক শুভাশিস বসুকে। যা অন্যান্যবারের তুলনায় কিছুটা আলাদা। আর দল নয়, তাঁরা পরিবার হয়ে উঠেছেন, দাবি বাগান অধিনায়কের। দলের ঐক্য নিয়েও গর্বিত। শুভাশিস বলেন, "আমার মনে হয় দুটো দলই ভাল। উন্নতমানের ফাইনাল হবে। মরশুমের শুরুতে আমরা একটা গ্রুপ বা দল ছিলাম। মরশুমের শেষে এসে এখন আমরা একটা পরিবার হয়ে উঠেছি। সেই কারণেই আমরা লিগ শিল্ড জিততে পেরেছি। কালও আমরা পরিবার হিসেবেই মাঠে নামব এবং নিজেদের উজাড় করে দেব।" আক্রমণের তুলনায় কিছুটা দুর্বল রক্ষণ। শুরুতে এগিয়ে গেলেও প্রায় প্রত্যেক ম্যাচেই গোল হজম করছে মোহনবাগান। মুম্বইয়ে চাংতে, বিপিন, পেরেরা ডিয়াজ, নোগুয়েরার মতো ফুটবলাররা আছে। ক্লিনশিট রাখার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী বাগানের নেতা এবং রক্ষণের অন্যতম স্তম্ভ। শুভাশিস বলেন, "আমরা কোচের প্ল্যান অনুযায়ী খেলব। জানি বিপক্ষে চাংতে, বিপিনের মতো ফুটবলার আছে। তবে আমরা গোল না খাওয়ার চেষ্টা করব। ক্লিনশিট রাখাই আমাদের লক্ষ্য। আমাদের দলের অন্যতম বৈশিষ্ট, আমরা একসঙ্গে খেলি। দল একসঙ্গে রক্ষণ সামলায়, এবং একসঙ্গে আক্রমণ করে। গোল হলে সেলিব্রেট করতে আমিও ছুটে যাই। গোল হজম করলে দিমিরও মন খারাপ হয়। আমাদের ড্রেসিংরুমে কেউ মানসিকভাবে ভেঙে পড়লে, অন্যরা তাঁকে উজ্জীবিত করে তুলি। আমরা কালও দল হিসেবেই খেলব। আশা করছি সফলও হব।" গত চার বছরে আইএসএলে মোহনবাগানের সঙ্গে মুম্বই সিটির একটি চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। পরিসংখ্যানে অনেক এগিয়ে মুম্বই। মাত্র একবার জিতেছে মোহনবাগান। তবে অতীত নিয়ে ভাবতে চান না শুভাশিস।‌ নিজেদের সেরাটা দিয়ে ত্রিমুকুট জেতাই লক্ষ্য। ইতিহাস ডাকছে। কোনও দল পরপর আইএসএল জেতেনি। এবার নতুন ইতিহাস রচনা করাই লক্ষ্য "টিম হাবাস"এর। শুভাশিস বলেন, "আমাদের সামনে ট্রফি আছে। ঘরের মাঠে সমর্থকদের সামনে ম্যাচ। আমরা শুধু এগারোজন খেলব না, কয়েক হাজার সমর্থকের সমর্থন এবং ইচ্ছাশক্তি আমাদের সঙ্গে থাকবে। গত আট মাসে দলের প্রত্যেকে পরিশ্রম করেছে। প্রতিদিন নিজেদের উজাড় করে দিয়েছে। তাই আমাদের কাছে ট্রফি খুবই গুরুত্বপূর্ণ। এবছর তিনটে ট্রফি জিততে পারলে বছরটা আমাদের কাছে স্বপ্নের বছর হয়ে থাকবে। মোহনবাগানের মতো ঐতিহাসিক ক্লাবের ইতিহাসে আরও একটা নতুন অধ্যায় লিখতে পারব আমরা।" নিজেরা একশো শতাংশ দিতে তৈরি। কাল সমর্থকদেরও ১০০ শতাংশ দেওয়ার অনুরোধ বাগান অধিনায়কের। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)