• '৬০,০০০ দর্শক কোনো প্রভাব ফেলতে পারবে না', ফাইনালের আগে হুঙ্কার মুম্বাই কোচের...
    আজকাল | ০৪ মে ২০২৪
  • কৌশিক রায়: লিগ শিল্ড নির্ধারণের ম্যাচে যুবভারতীর ৬০,০০০ দর্শকের গর্জনের কাছে হার মেনেছিলেন মুম্বই সিটি কোচ পিটার ক্র্যাটকি। তবে ফাইনালের আগে সেই সমর্থক সম্পর্কেই মন্তব্য পাল্টে ফেললেন তিনি। শনিবার কলকাতায় আইএসএলের ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি মোহনবাগান। খাতায় কলমে এটা ফাইনাল হলেও কলকাতার পরিবেশ দেখে মনে হচ্ছে এটা একপ্রকার মোহনবাগানের হোম ম্যাচ। আইএসএলের তরফে ৪০,০০০ টিকিটই ছাড়া হয়েছে শুধু মোহনবাগান সমর্থকদের জন্য। কাজেই ম্যাচের শুরু থেকে ১১ জন সবুজ মেরুন ফুটবলার ছাড়াও দর্শকদের গর্জনও সামলাতে হবে রাহুল ভেকেদের। সেই প্রসঙ্গেই এদিন ক্র্যাটকি বলেন, "দর্শক আলাদা কোনো প্রভাব ফেলতে পারবে না। বরং আলাদা উৎসাহ পাব আমরা। তবে দারুণ পরিবেশ হবে। আমাদের নির্দিষ্ট লক্ষ্য রেখে খেলতে হবে। সংখ্যায় হয়তো আমরা পিছিয়ে থাকব। কিন্তু লড়াই করব আমরা।" শিল্ড জয়ের ম্যাচে হারের পর মুম্বই কোচ বলেছিলেন, ফাইনালে মুখোমুখি হলে মোহনবাগানের সঙ্গে লড়াই অন্য রকম হবে। এদিন বললেন, "শিল্ড না পেয়ে অবশ্যই খারাপ লেগেছিল। তবে সেমিফাইনালে প্রথম লেগে গোয়ার বিরুদ্ধে জয়টা আমাদের মনোবল বাড়িয়েছে। নতুন স্ট্র্যাটেজি নিয়ে নামব আমরা। আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নামব।" দুরন্ত ফর্মে রয়েছে মুম্বইয়ের আক্রমণ ভাগ। যা নিয়ে কোচের বক্তব্য, "আমার কাজ বিক্রমপ্রতাপ, ছাংতের থেকে ওদের সেরাটা বের করে আনা। সবাই প্রচুর খেটেছে। গোটা মরসুম খুব ভাল কেটেছে আমাদের। ট্রফি জিতে ভাল ভাবে শেষ করতে চাই।" প্রতিপক্ষের কোচ এবং ফুটবলারদের সম্পর্কে সমীহের সুর শোনা গেল পিটারের গলায়। জানালেন, "কারোর জন্য আলাদা করে কোনো পরিকল্পনা করিনি। হাবাস খুব ভাল কোচ। আমরা আমাদের নিজস্ব খেলাটা খেলব। প্রচণ্ড গরম। তবে দুই দলের কাছেই একই আবহাওয়া। দুজনের কাছেই কঠিন লড়াই। গরম সামলে নিজের খেলা খেলাটাই আমাদের কাজ।" হেড কোচ হিসেবে প্রথম ফাইনাল খেলতে চলেছেন ক্র্যাটকি। একদিকে বদলার ম্যাচ, অন্যদিকে ট্রফি জেতার লড়াই। মে মাসের প্রচণ্ড গরমে এই কাপের লড়াইয়ে আরও গরম হয়ে উঠেছে তিলোত্তমার হাওয়া।
  • Link to this news (আজকাল)