• বানারহাটে রামের নামে জায়গা দখল, অভিযোগ অস্বীকার বিজেপির
    আজকাল | ০৪ মে ২০২৪
  • অতীশ সেন: বানারহাটে রামের নামে জায়গা দখল। বানারহাট বাজারে ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তাঁরাচাদ ময়দান নামে পরিচিত ব্যক্তিমালিকানাধীন একটি জমির প্রায় ১০ কাঠা জবরদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ৷ জানা গিয়েছে, ‘শ্রীরাম সেনা’ নামে একটি সংগঠন জমিটি বাঁশ দিয়ে ঘিরে তাতে রামের ছবি ও গেরুয়া ঝান্ডা লাগিয়ে দিয়েছে। মূল বাজারে অবস্থিত কয়েক কোটি টাকা মূল্যের জমি এভাবে দখল হয়ে যাওয়ায় সরব স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতপুষ্ট সংগঠনকে সামনে রেখে গেরুয়া ঝান্ডা লাগিয়ে জমি জবরদখলে নেমেছে কিছু ব্যক্তি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বানারহাট বাজারের মধ্যে দীর্ঘ দিন ধরে এই জমিটি শরিকি বিবাদের কারণে ফাঁকা পড়ে রয়েছে। জমিটিকে অধিগ্রহণ করে নতুন ব্লকের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরকারি দপ্তর এখানে তৈরির পরিকল্পনাও একসময় নেওয়া হয়েছিল। এবারে রাম নবমীর দিন "শ্রী রাম সেনা" নামের একটি সংগঠন এই মাঠেই মঞ্চ বেঁধে অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করে। অভিযোগ উঠেছে, রামনবমী শেষের পর প্যান্ডেল খুলে নিলেও সংগঠনের সদস্যরা প্রায় দশ কাটা পরিমাণ জমি বাঁশ লাগিয়ে ঘিরে ফেলেছে। রামের ছবি, সংগঠনের ব্যানার ও গেরুয়া ঝান্ডাও লাগানো হয়েছে। এই জমিতে গোশালা ও মন্দির নির্মান করার পরিকল্পনা করছে সংগঠনটি। শ্রীরাম সেনার রাজ্য কমিটির সহ সভাপতি মন্তোষ দাস বলেন, ‘জমির মালিকের থেকে মৌখিক অনুমতি নিয়ে আমরা এখানে রাম নবমীর অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ওনার অনুমতি পেলে এখানে এখানে আমরা একটি গোশালা ও রাম মন্দির নির্মাণ করতে চাই’। তৃণমূলের বানারহাট ব্লক সভাপতি সাগর গুরুংয়ের বক্তব্য, ‘বিজেপির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকা বেশ কিছু মানুষ রামের নামে জায়গা দখল করছে, যা চিন্তাজনক। ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে বিজেপি বেআইনি কাজকর্ম চালিয়ে যাচ্ছে’। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদিকা পুনীতা লাকড়া ওঁরাও বলেন, ‘জমিটি শ্রীরাম সেনা ঘিরে ফেলেছে। এই সংগঠনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই’।
  • Link to this news (আজকাল)