• পঞ্চায়েত সদস্যার স্বামী খুনে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    আজকাল | ০৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের অভিযোগে শুক্রবার মুর্শিদাবাদের কান্দির একটি আদালত পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। ২০২১ সালের ৩০ অক্টোবর মুর্শিদাবাদের সালার থানার কাগ্রাম-ঢালীপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান (৫৫) কিছু কাজের জন্য বাবলা গ্রামে যান। তিনি যখন নিজের কাজ শেষ করে মোটরসাইকেল করে বাড়ি ফিরে আসছিলেন সেই সময় বহড়া গ্রামের কাছে কিছু দুষ্কৃতী হাবিবুরের পথ আটকায়। এরপর তাকে বাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবিবুরের। এই খুনের ঘটনার সময় হাবিবুরের স্ত্রী কাগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা ছিলেন। প্রকাশ্য দিবালোকে তৃণমূল সদস্যার স্বামীকে খুনের ঘটনায় সেই সময়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার পরই মৃত হাবিবুরের ছেলে ফিরোজ আলী সালার থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয় খুনের ঘটনায় সঙ্গে যুক্ত পাঁচ ব্যক্তি। পুলিশ তদন্তে জানা যায়, গরুর ব্যাবসার সঙ্গে যুক্ত হাবিবুরকে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হয়েছিল। শুক্রবার কান্দি ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক অরিন্দম দত্ত, হাবিবুর রহমান খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে আইপিসি-র ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে কুড়ি হাজার টাকা করে জরিমানা করেন।এছাড়াও অপরাধীদেরকে আরও কয়েকটি ধারাতে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। কান্দি আদালতের সরকারি আইনজীবী সুকান্ত চক্রবর্তী বলেন," হাবিবুর রহমানকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিচারক আজ আনারুল শেখ, বশির শেখ, জয়নাল শেখ, ভুলু শেখ এবং সুহাদ শেখ নামে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের দন্ডিত করেছেন। পূর্ব শত্রুতা থেকে এই পাঁচ ব্যক্তি হাবিবুরকে খুন করেছিলেন। " 
  • Link to this news (আজকাল)