• ভোটের আগেই ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হাদিস! উৎস জানতে গভীর রাতেই আয়কর হানা...
    ২৪ ঘন্টা | ০৪ মে ২০২৪
  • মনোজ মণ্ডল: বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হাদিস। এই টাকা কার, কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্যের দল পৌঁছয়। গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে।

    সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে। বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুদ রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনরকম সদ উত্তর না দিতে পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে। এদিন রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর ওই ব্যবসায়ীর কাছে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা হদিস মিলেছে।প্রায় ১৯ ঘণ্টা সময় ধরে তল্লাশি জেরার পর ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় আয়কর বিভাগের আধিকারিকরা। সূত্রে জানা গিয়েছে ব্যবসায়ের কাছ থেকে উদ্ধার হয়েছে ২১লক্ষ ৫৬হাজার ৬৮০ টাকা।
  • Link to this news (২৪ ঘন্টা)