মাইসুরু: কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচ ডি রেবান্না এবং তাঁর ছেলে তথা জেডিএস সাংসদ প্রোজ্জ্বল রেবান্নার বিরুদ্ধে এবার ধর্ষণের পাশাপাশি অপহরণের অভিযোগও! বৃহস্পতিবার রাতে তাঁদের দু'জনের বিরুদ্ধেই মামলা করেছেন এক তরুণ। অভিযোগ, তাঁর মাকে বেঁধে রেখে ধর্ষণ করছেন প্রোজ্জ্বল, এমন একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল। তার পরই প্রোজ্জ্বল এবং রেবান্নার নির্দেশে তাঁর মাকে অপহরণ করা হয়েছে।হাসানের হোলেনারসিপুরা নির্বাচনী কেন্দ্রের জেডিএস বিধায়ক এইচ ডি রেবান্না প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার ছেলে আর দেবগৌড়ার নাতি প্রোজ্জ্বল এবার হাসান লোকসভা কেন্দ্রের এনডিএ প্রার্থী। ৩৩ বছরের প্রোজ্জ্বল এবং তাঁর বাবার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন একাধিক মহিলা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রোজ্জ্বলের ধর্ষণের বেশ কিছু ভিডিয়ো ফুটেজও। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে কৃষ্ণরাজা নগরের বাসিন্দা ২০ বছরের এক তরুণ পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। তরুণের দাবি, তাঁর মা হোলেনারসিপুরায় রেবান্নাদের বাড়িতে ছ'বছর আগে কাজে যোগ দিয়েছিলেন। তিন বছর কাজ করেই চাকরি ছেড়ে দেন তিনি।
তরুণের দাবি, দিন পাঁচেক আগে রেবান্না পরিবারের ঘনিষ্ঠ সতীশ বাবান্না তাঁদের বাড়ি এসে শাসানি দেয়- পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারে। তরুণের মা মুখ খুললে পুরো পরিবারের বিপদ হবে। এর পর ২৯ এপ্রিল রাত ন'টা নাগাদ বাবান্না ফের এসে মহিলাকে জোর করে বাইকে বসিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। বলে, মহিলা ধরা পড়লে অনেকের বিপদ হবে। তাই রেবান্নাই মহিলাকে সরিয়ে নিয়ে যেতে বলেছেন। তরুণের দাবি, তাঁর মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তিনি জানেন না। তরুণের আরও দাবি, ১ মে এক বন্ধু তাঁকে ফোন করে জানান, তরুণের মাকে দড়ি দিয়ে বেঁধে ধর্ষণ করছেন প্রোজ্জ্বল, এমন একটা ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সব শুনে পুলিশের দ্বারস্থ হন তরুণ। তাঁর দাবি, মায়ের জীবন বিপন্ন, অবিলম্বে তাঁকে উদ্ধার করুক পুলিশ। এইচ ডি রেবান্না, প্রোজ্জ্বল এবং সতীশ বাবান্নার বিরুদ্ধে অপহরণ, জোর করে আটকে রাখার অভিযোগ দায়ের করেছে পুলিশ।
ইতিমধ্যেই প্রোজ্জ্বলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কর্নাটক প্রশাসন। প্রোজ্জ্বল অবশ্য আগেই জার্মানিতে পালিয়েছেন, ফলে সিটের নোটিস পেয়েও হাজিরা দেননি তিনি। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক-আউট সার্কুলার। এর মধ্যেই আবার জেলা পঞ্চায়েতের এক প্রাক্তন মহিলা সদস্য প্রোজ্জ্বলের বিরুদ্ধে নতুন করে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। মহিলার দাবি, তিন বছর ধরে তাঁকে যৌন হেনস্থা করেছেন প্রোজ্জ্বল। সেই হেনস্থার ভিডিয়ো রেকর্ডিং ফাঁস করার ব্ল্যাকমেলও চালিয়ে গিয়েছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে কর্নাটকের সিআইডি-র কাছে এফআইআর দায়ের হয়েছে। চল্লিশোর্ধ্ব মহিলা সিট-এর কাছে তাঁর বয়ান নথিভুক্ত করিয়েছেন।
এফআইআরে মহিলার দাবি, জেলা পঞ্চায়েতের সদস্য হওয়ার খাতিরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাঁকে বিধায়ক, সাংসদদের দ্বারস্থ হতে হতো। সরকারি একটি হস্টেলে মহিলাদের জন্য আসন সংরক্ষণের দাবিতে ২০২১ সালে তিনি প্রোজ্জ্বলের এমপি কোয়ার্টারে গিয়েছিলেন। সেখানে ঘরে ডেকে জোর করে তাঁর পোশাক খুলিয়ে প্রোজ্জ্বল ধর্ষণ করেন বলে অভিযোগ, তুলে রাখা হয় ভিডিয়োও। পুলিশের কাছে কিছু জানালে পরিবারের ক্ষতি করে দেওয়ার ভয়ও দেখানো হয়। মহিলার দাবি, এর পর একাধিক বার ভিডিয়ো কল করেও তাঁকে পোশাক খুলতে বাধ্য করেছেন প্রোজ্জ্বল। মহিলার দাবি, ক্ষতির ভয়ে তিনি প্রথমে মুখ খোলেননি, কিন্তু এখন প্রোজ্জ্বলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেই ভরসা করে মুখ খুলেছেন তিনি।
এই ধরনের একের পর এক ঘটনা প্রকাশ্যে আসায় জেডিএসের জোটসঙ্গী বিজেপিকে বৃহস্পতিবার একহাত নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার বলেন, 'বিজেপি এবং জেডিএস প্রোজ্জ্বলের ভিডিয়োর ব্যাপারে সব জানত। ভিডিয়ো তো আগেই ছড়িয়েছে। আর কোনও মহিলা তো ধর্ষণের ব্যাপারে মিথ্যে বলবেন না! কোনও বিবাহিতা মহিলা প্রকাশ্যে নিজের ধর্ষণের অভিযোগ তুলছেন মানে সেটা বিশ্বাস করতেই হবে। সব জেনেই কেন প্রোজ্জ্বলকে লোকসভা ভোটের টিকিট দেওয়া হলো? কেন জেডিএসের সঙ্গে জোট বাঁধল বিজেপি?'