• স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক ধর্ষণ নয়, পর্যবেক্ষণ আদালতের
    Aajtak | ০৪ মে ২০২৪
  • কোনও ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে 'অস্বাভাবিক সেক্স' করলেই সেটা ধর্ষণ নয়। কারণ ভারতের আইনে বৈবাহিক ধর্ষণ(marital rape) গ্রাহ্য করা হয় না। ফলে এমন ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বা কনসেন্টের কোনও মূল্য নেই। এমনটাই জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট। 

    বুধবার, ১ মে ইস্যু হওয়া একটি অর্ডারে এমনটা বলেছে আদালত। আলোচ্য মামলায়, এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিকবার তাঁর সঙ্গে 'অস্বাভাবিক যৌন সম্পর্কে'র অভিযোগ এনে FIR দায়ের করেছিলেন। সেই FIR খারিজ করেছে আদালত।

    বিচারপতি গুরপাল সিং আহলুওয়ালিয়া বলেন, 'একজন স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে পায়ুপথে যৌনমিলনে(Anal Sex) লিপ্ত হওয়াকে ধর্ষণ বলে গণ্য করা হবে না, যদি স্ত্রীর বয়স ১৫ বছরের কম না হয়।'

    আদালত এর আইনি ব্যাখা দিয়ে জানায়, 'IPC-র ৩৭৫ নম্বর ধারার অধীনে 'ধর্ষণ'-এর সংশোধিত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে একজন মহিলার মলদ্বারে লিঙ্গ প্রবেশ করানোকেও 'ধর্ষণ' বলা হয়েছে। আবার ১৫ বছরের উর্ধ্বে স্ত্রীর সঙ্গে স্বামীর দ্বারা কোনও যৌন সংসর্গ বা যৌন ক্রিয়াকলাপও যে ধর্ষণ নয় সেই সংজ্ঞাও রয়েছে। ফলে এক্ষেত্রে স্ত্রীর সম্মতি না থাকার বিষয়টির গুরুত্ব নেই। কারণ আইনত, এখন পর্যন্ত বৈবাহিক ধর্ষণ স্বীকৃতি পায়নি।'

    বিচারপতি GS আহলুওয়ালিয়া আরও বলেন, যেহেতু একজন স্বামীর দ্বারা তাঁর 'সঙ্গে বসবাসকারী আইনত বিবাহিত স্ত্রী'র সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক আইপিসির ৩৭৭ ধারার অধীনে অপরাধ নয়, সেহেতু, 'মিথ্যা অভিযোগে FIR দায়ের করা হয়েছিল কিনা, তাই নিয়েও আর কোনও আলোচনার প্রয়োজন নেই।'

    হাইকোর্ট অবশ্য এটাও উল্লেখ করেছে যে, এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হল IPC-এর 376B ধারা। এই ধারা অনুযায়ী কোনও 'স্ত্রীর সঙ্গে যৌন মিলন তখনই ধর্ষণ বলে গণ্য হবে, যদি সেই সময়ে তাঁরা আইনি বিচ্ছেদ প্রক্রিয়ার কারণে আলাদা বসবাস করছেন এবং সেই সময়েই সেটা করা হয়।'

    আলোচ্য মামলাটি ২০১৯ সালের। এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। অভিযোগ করেন, তাঁদের বিয়ের পরে, যখন তিনি দ্বিতীয়বার তাঁর শ্বশুরবাড়িতে ফিরে আসেন, তখন তাঁর স্বামী একাধিকবার তাঁর সঙ্গে অস্বাভাবিক যৌনকর্মে লিপ্ত হন।

    মহিলার স্বামী সেই FIR-কে চ্যালেঞ্জ করে মধ্যপ্রদেশ হাইকোর্টে যান এবং তা বাতিল করার অনুরোধ করেন। তিনি যুক্তি দেন, তাঁর এবং তাঁর স্ত্রীর মধ্যে কোনওরকমের অস্বাভাবিক যৌনতাই IPC-র 377 ধারার অধীনে অপরাধ হিসাবে গণ্য নয়।
  • Link to this news (Aajtak)