• Tejashwi Yadav: আচমকা পিঠে ব্যথা-হাঁটতে কষ্ট! ভাষণ থামিয়ে মঞ্চ ছাড়লেন লালু পুত্র তেজস্বী, দেখুন ভিডিয়ো
    এই সময় | ০৪ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনে প্রচার চলছে দেশজুড়ে। ইতিমধ্য়েই দুই দফার ভোট সম্পন্ন হয়েছে। এগিয়ে আসছে তৃতীয় দফার ভোট। ৭ মে তৃতীয় দফায় ভোট রয়েছে। প্রচার পর্বে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। বিহারে ভোট প্রচারে ব্য়স্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রী। ভোট প্রচারের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। তেজস্বীর সঙ্গে ছিলেন দলের নেতা মুকেশ সাহানি।আরজেডি প্রার্থী চন্দ্রহাস চৌপালের সমর্থনে সুপল জেলায় প্রচারে গিয়েছিলেন তাঁরা। ভাষণ দেওয়ার সময়ই আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তেজস্বী। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীদের সহায়তায় স্টেজ থেকে নামানো হয় তাঁকে। এরপর তাঁকে ধরে ধরে গাড়িতে তোলা হয়। গাড়ির সামনের সিটে বসেন তেজস্বী। সাম্প্রতিক সময়ে দিনে পাঁচ থেক ছয়টি সভা করছেন তেজস্বী। গত এক মাসে তিনি প্রায় শতাধিক জনসভা করেছন। লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত দুই দফার ভোট মিটেছে। ভোটের পাঁচটি ধাপ বাকি। তবে এরই মধ্য়ে তেজস্বী প্রায় ৯৭ জনসভা করেছেন। সূত্রের খবর, নির্বাচনী প্রচারে নিজেকে ফিট বলে দাবি করলেও লাগাতার মিছিল-সমাবেশের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়ে থাকতে পারে। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে ইস্তাহার প্রকাশ করেছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। ইস্তেহারে মোট ২৪টি পরিবর্তনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

    দেখুন ভিডিয়ো

    সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছিলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব। তিনি দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে বিহার সফরের সময় ভোট কেনার জন্য পাঁচটি ব্যাগে নগদ টাকা নিয়ে এসেছিলেন বিজেপি সভাপতি। আর এরজন্য কেন্দ্রীয় এজেন্সি তাঁকে সাহায্য করেছে। পটনায় সংবাদমাধ্যমের সামনে তেজস্বী যাদব বলেন, 'আমি খবর পেয়েছি তিনি (জেপি নাড্ডা) তাঁর সঙ্গে বেশ কয়েকটি বড় বড় ব্যাগ নিয়ে বিহারে এসেছিলেন। সেই ব্য়াগগুলিতে তিনি প্রচুর টাকা নিয়ে এসেছিলেন। যেখানে নির্বাচন হচ্ছে সেখানে তিনি এই টাকা বিতরণ করছেন।' চলতি নির্বাচনে এই প্রথমবার বিহারে গিয়ে সভা করেন নাড্ডা। তার পরেই বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তেজস্বী। আরজেডি নেতার কথায়, বিহারে টাকা ছড়াচ্ছে বিজেপি। ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে।

    পাশাপাশি হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র এবং সম্পত্তি মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তারও তীব্র নিন্দা করেছেন তেজস্বী যাদব।
  • Link to this news (এই সময়)