• অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নের শোভাযাত্রায় অশান্তি, তুলকালাম তমলুকে
    এই সময় | ০৪ মে ২০২৪
  • তমলুকের হাসপাতাল মোড়ের সামনে ধুন্ধুমার। শনিবার তমলুকের হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছিল। এদিন বিজেপির শোভাযাত্রা এই এলাকা দিয়ে যাওয়ার সময় অশান্তি বাঁধে। অবস্থান মঞ্চ লক্ষ্য করে ইট পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে। পালটা সরব গেরুয়া শিবিরের কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে হয় পুলিশকে। এদিন মনোনয়ন জমা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী।এদিন মনোনয়ন জমার আগে একটি বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই মিছিলটিই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান ওঠে। পালটা BJP-র তরফেও স্লোগান দেওয়া হয়। সবমিলিয়ে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

    উল্লেখ্য, ২৮ এপ্রিল থেকে তমলুক হাসপাতাল মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছে চাকরিহারা শিক্ষক ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা। আগামী সোমবার ২৬ হাজার শিক্ষকের মামলায় রায় রয়েছে। সেদিনই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের বাসভবন ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে।

    শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম জানান, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষকদের প্রতি এবং শিক্ষা ব্যবস্থার উপর যেভাবে দ্বিচারিতা করেছেন তাঁর প্রতিবাদ জানাতে আমাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভের পাশাপাশি আগামী সোমবার তাঁর বাসভবন ঘেরাও করার ডাক দিয়েছি।

    উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। এরপর অবশ্য রাজনৈতিক ক্ষেত্রে জল অনেক দূর গড়িয়েছে। বিচারপতির আসন ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছেন রাজনীতিতে। BJP-তে যোগ দিয়েছেন তিনি।

    সম্প্রতি SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নবম দশম, গ্রুপ সি গ্রুপ ডি এবং একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মামলাটি শুনছেন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

    আগামী সোমবার মামলাটি ফের শুনতে পারেন বিচারপতি। এখন সুপ্রিম কোর্টে মামলার জল কোন দিকে গড়ায় সব নজর সেই দিকে।
  • Link to this news (এই সময়)