গত বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আর সেখানে মেধাতালিকায় দ্বিতীয় হয়েছে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। সারা বছর শুধুই বইয়ের পাতায় মুখ গুঁজে না থাকলেও শেষের দিকে পড়াশোনাকেই ধ্যানজ্ঞান করেছিল এই মেধাবী। অধ্যাবসার জোরেই মাধ্যমিকে ভালো ফলাফল বলে জানাচ্ছেন এই মেধাবী। মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রচূড় সেনের প্রাপ্ত নম্বর ৬৯৩। এক নম্বরের জন্য হাতছাড়া হয় তাঁর প্রথম স্থান।
কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সাম্যপ্রিয়?
সমস্ত বিষয়েই AA পেয়েছে সে। তিনটি বিষয়ে পেয়েছে ১০০-য় ১০০ নম্বর। এই তিনটি বিষয় হল ভৌত বিজ্ঞান, ভূগোল , ইতিহাস। এছাড়াও অংকে পেয়েছে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৯, বাংলায় ৯৯, ইংরেজিতে ৯৫।
বিষয়প্রাপ্ত নম্বরবাংলা৯৯ইংরেজি৯৫ভৌত বিজ্ঞান১০০ভূগোল১০০ইতিহাসে১০০অংক৯৯জীবন বিজ্ঞান৯৯সাম্যপ্রিয় জানায়, সে ভোরে নয়, রাতে পড়াশোনা করত। তবে শুধু বইয়ের পাতায় মুখ গুঁজে সে থাকত না। ক্রিকেট অন্তপ্রাণ এই মেধাবী মাঝে মধ্যে ছাদে খেলতও। আর গান শুনতেও ভালোবাসত সে। বড় হয়ে কী হতে চায় সাম্য? তার কথায়, চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায় সে।
প্রসঙ্গত, এই বছর লোকসভা নির্বাচনের কারণে ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। তা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ১০ হাজার ৫৯৮ জন। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৯০০ এবং ছাত্রীদের সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ৬৯৮। অর্থাৎ ছাত্রী সংখ্যা বেশি ছিল। এই বছর মাধ্যমিক পাশ করেছে ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন।
উল্লেখ্য, পাশের হারের নিরিখে কালিম্পং এই বার পিছনে ফেলেছে পূর্ব মেদিনীপুরকে। দীর্ঘ কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুর পাশের হারের নিরিখে প্রথম স্থানে ছিল। এদিকে এই বছর পাশের হারের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে শহর কলকাতা।
বিশেষজ্ঞ মহলের কথায়, শহর কলকাতায় ইংরেজি মাধ্যমের দিকে ঝোঁক বেশি থাকায় মাধ্যমিকের মেধা তালিকায় তার একটা প্রভাব দেখা যায়। তবে এই বছর কলকাতা তৃতীয় স্থানে উঠে এসেছে। গত বছর পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ, বোর্ডের তরফে জানানো হয়েছে এমনটাই।