• সুজাতার থেকে কয়েকগুণ বেশি আয় সৌমিত্র খাঁর স্ত্রীর, কার বাক্সে গয়নার পরিমাণ বেশি?
    এই সময় | ০৪ মে ২০২৪
  • এইবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। BJP প্রার্থী সৌমিত্র খাঁর সামনে দাঁড়িয়ে তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রার্থীই। নিয়ম মোতাবেক হলফনামায় দুই প্রার্থীই তাঁদের সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন। আর আয়ের নিরিখে সুজাতাকে কয়েক গোল দিয়েছেন সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী।

    আয়ের নিরিখে সুজাতার থেকে এগিয়ে সৌমিত্র খাঁর স্ত্রী?

    হলফনামা মোতাবেক সুজাতা মণ্ডল ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ৪ লাখ ৬৩ হাজার ৫৫০, ২০২১-২২ অর্থবর্ষে আয় করেছেন ৪ লাখ ৬৫ হাজার ৯৩০, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ১ লাখ ৩৩ হাজার ৬৯০, ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ১ লাখ ৯০ হাজার ৯০০।এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে সৌমিত্র খাঁ আয় করেছেন ১৬ লাখ ৫২ হাজার ৭১২, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ১১ লাখ ৭০ হাজার, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ৮ লাখ ৭০ হাদার, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ১৪ লাখ ১৫ হাজার ৯৬৯।

    অন্যদিকে, তাঁর স্ত্রী পারমিতা রায় চৌধুরী একজন আইনজীবী। তাঁর আয় সৌমিত্রর থেকে খুব একটা কম নয় এবং সুজাতার থেকে বেশি। সৌমিত্রের হলফনামা মোতাবেক পারমিতা রায় চৌধুরী ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ১২ লাখ ৭৯ হাজার ৮৯৫, ২০২১-২২ অর্থবর্ষে আয় করেছেন ১১ লাখ ৮১ হাজার ৭৭৫, ২০২০-২১ অর্থবর্ষে আয় করেছেন ১১ লাখ ৩৪ হাজার ৭৪৮, ২০১৯-২০ অর্থবর্ষে আয় করেছেন ৫ লাখ ১৮ হাজার ৭৩৮।

    স্থাবর অস্থাবর সম্পত্তির নিরিখে এগিয়ে কে?

    সুজাতা মণ্ডল হলফনামায় জানিয়েছেন তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯১ লাখ ৯৪ হাজার ৭৫৩.৮২। তবে তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। এদিকে সৌমিত্র খাঁয়ের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬২ লাখ ৪৮ হাজার ৮৪৯.৮৫ এবং তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৫৩৪.১২। সৌমিত্র খাঁয়ের স্থাবর সম্পত্তির পরিমাণ ২২ লাখ ৬০ হাজার এবং তাঁর স্ত্রীর স্থাবর সম্পদের পরিমাণ ৩৩ লাখ।

    কার কত গয়না রয়েছে?

    সৌমিত্র খাঁর কাছে সোনা রয়েছে ৯০ গ্রাম, যার বাজারমূল্য ৫ লাখ ৮৫ হাজার। অন্যদিকে, তাঁর স্ত্রীর কাছে সোনা রয়েছে ৯০০ গ্রাম, যার বাজার মূল্য ৫৮ লাখ ৫০ হাজার। অন্যদিকে, সুজাতার কাছে সোনা রয়েছে ৪০০ গ্রাম, যার বাজারমূল্য ২৬ লাখ ৫০ হাজার।

    শিক্ষাগত যোগ্যতা

    সুজাতা বাংলায় স্নাতকোত্তর। ২০১০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন তিনি। ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন সৌমিত্র খাঁ। এটাই তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে।
  • Link to this news (এই সময়)