• 'লাথিও খাব, মুখও খুলব', কুণাল ঘোষকে তীব্র কটাক্ষ দিলীপের
    Aajtak | ০৪ মে ২০২৪
  • কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও তারকা প্রচারকের তালিকা থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে একে 'মক ফাইট' বলেছেন। শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, 'এসব মক ফাইট। এসব নিয়ে আমরা ভাবছি না। অন্নদাসদের কথার গুরুত্ব নেই। থাকব ওই বাড়িতে, খাবও ওই বাড়িতে, লাথিও খাব, মুখও খুলব, দুটো একসঙ্গে হতে পারে না। রাস্তায় নামুন। দম থাকলে বেরিয়ে এসে লড়াই করুন। পার্থ চট্টোপাধ্যায় অনেক কিছু বলেছেন কুণাল নিয়ে। এটা ওদের পুরনো ঝগড়া, বাড়ির ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া কেউ রাস্তায় নিয়ে আসে?' 

    ৭ মে মুর্শিদাবাদে ভোট। তা নিয়ে দিলীপ বলেন,'ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা চলছে। সমস্ত ক্রিমিনাল এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাকটিভিটি ওখানে চলছে। তৃণমূল চায় ভোটটা ওদের দিয়ে দিক। বাকি যা খুশি হোক।'

    বৃহস্পতিবার দলীয় সভা থেকে ফেরার পথে সিউড়িতে বিজেপি কর্মীদের ওপরে হামলা হয়েছে। অভিযোগ তীর তৃণমূলের দিকে। যা নিয়ে দিলীপ বলেন,'নতুন কিছু নয়। ভয় দেখানোর চেষ্টা। এই ভয়ের বিরুদ্ধে লড়াই করেই আজ বিজেপি এই জায়গায় পৌঁছেছে। এবার লাস্ট ধমক চমক চলছে। এরপর কী হবে আমরা ঠিক করব।' 

    ভোটের মাঝেই ওসি অপসারণ। আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসি ও আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তা নিয়ে দিলীপ বলেন,'আরও অনেকে আছে। বর্ধমান জেলায় এরকম দুজন আছে। তাদেরকে আরও বেশ কিছু বছর চাকরি করতে হবে। দিদির আঁচলের তলায় বেশিদিন বসে থাকতে পারবেন না। তারপর খোলা মাঠে আসতে হবে। তখন আমরা হিসেব বুঝে নেব।'
  • Link to this news (Aajtak)