Abhishek Banerjee On Sandeshkhali Viral Video : ‘বাংলাকে অপমান কেন?’ সন্দেশখালির ভিডিয়ো নিয়ে বিজেপিকে তুলোধোনা অভিষেকের
এই সময় | ০৪ মে ২০২৪
বাংলাকে অপমান করা হল কেন? সন্দেশখালির ভিডিয়ো (যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রসঙ্গে বিজেপিকে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনেই তৃতীয় দফা ভোটার প্রাক্কালে অভিষেকের আক্রমণ, ‘যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম ২০০০ টাকায় বিক্রি করেন, সেই দলকে ভোট দেওয়ার আগে দশবার ভাববেন।’সন্দেশখালি ঘটনা শেষ তিন মাস ধরে ফলাও করে প্রচারের পেছনে বিজেপির ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করলেন অভিষেক। ঘটনার সত্যতা বিচার না করে এই ঘটনা মিডিয়ার একাংশ দেখিয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি, বিষয়টি নিয়ে বিচারব্যবস্থার একাংশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটা) আজ, শনিবার সকালেই প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে আলাদা করে সাংগবিডিজ বৈঠক করেন অভিষেক। সেখানেই তিনি ব;যেন, ‘বাংলাকে কলুষিত করার জন্য বিজেপির পাশাপাশি বিচারমাধ্যমের একাংশও দায়ী বলে মনে করি আমি। এ কথা বলার জন্য যদি আমি আদালত অবমাননার দায়ে পড়ি, আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে পারে, কিন্তু সত্যি কথা বলা থেকে আমাকে আটকানো যাবে না।’
যদিও, সন্দেশখালি দু’নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজে জানিয়েছেন, তাকে ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, তবে তার গলার স্বর বিকৃত করা হয়েছে। তার কন্ঠস্বর প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হয়েছে। এমনকি, ওই ভিডিয়ো ‘চক্রান্ত’ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এদিকে, বিজেপি দাবি করেছে ভাইরাল হাওয়া ওই ভিডিয়ো নিয়ে সিবিআই তদন্ত হোক। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান,সন্দেশখালির আন্দোলনের সঙ্গে গঙ্গাধরের কোনও যোগ নেই। বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে এই কাণ্ড করা হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি নিজে সিবিআইকে অভিযোগ জানাবেন বলেও জানা গিয়াছে। এর পালটা অভিষেক এদিন বলেন, ‘সিবিআইকে বলুন, যদি ক্ষমতা থাকে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ওঁর (শুভেন্দু অধিকারী) সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন।