• হজে মানতেই হবে এই কড়া নিয়ম! যাত্রীদের জন্য নির্দেশিকা জারি সৌদি সরকারের
    এই সময় | ০৪ মে ২০২৪
  • মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যাক্তিদের প্রাসঙ্গিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শুক্রবার এই নতুন ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। ৪ মে থেকে নতুন নিয়ম লাগু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।সরকারি ওই বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে মক্কার দিকে যাওয়ার নিরাপত্তা চেকপয়েন্টগুলিতে সৌদি নিরাপত্তা কর্মীরা যথাযথ অনুমতি ছাড়া যে কোনও ব্যক্তির প্রবেশে বাধা দেবে। নতুন ব্যস্থাগুলি পবিত্র স্থানগুলিতে তীর্থযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্যের একটা প্রয়াসর অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশে, করে হজ মরশুমে।

    চলতি বছরের রমজান মাসেই ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন আনে সৌদি আরব। আগে ওমরাহ ভিসার ৯০ দিনের মেয়াদ শুরু হতো সৌদিতে প্রবেশের পর থেকে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ভিসা ইস্যুর দিন থেকেই ৯০ দিনের গণনা শুরু হবে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় এই নতুন নির্দেশিকা জারি করে।

    মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, আগে ঔমরাহ ভিসার ক্ষেত্রে ৯০ দিনের মেয়াদ শুরু হতো সৌদি আরবে প্রবেশের পর থেকে। তবে এবার নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর দিন থেকেই ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হবে।

    ওমরাহ ভিসায় যাঁরা সৌদি আরবে ছিলেন তাঁদের ২৩ মের আগেই সৌদি আরব দেশটি ত্যাগ করতে বলা হয়। সেক্ষত্রে সৌদিতে আসার পর ৯০ দিন পূর্ণ হোক কিংবা না হোক। এই সময়ের পরো ৯০ দিন পূর্ণ হয়নি বলে সেখানে থেকে গেলে আইনি জটিলতায় পড়ার কথাও সাফ জানিয়ে দেওয়া হয়। এই নিয়ে রীতিমতো সতর্ক করা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

    প্রসঙ্গত উল্লেখ্য, ওমরাহ ভিসা প্রক্রিয়া সহজ করায় গত কয়েক বছর ধরেই হজ যাত্রীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে। চলতি বছরের পবিত্র রমজান মাসে প্রায় তিন কোটি মুসলিম রোজা পালন করেছেন বলে জানা গেছে।

    একইসঙ্গে কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। সৌদিতে ওমরাহ পালনের নামে অবৈধভাবে দীর্ঘসময় অবস্থান এবং এই ভিসাকে নানান উদ্দেশ্যে অপব্যবহারের বহু অভিযোগের ঘটনা আগে ঘটেছে। আর সেই কারণেই এমন সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়।

    পবিত্র কাবাঘরের জিয়ারতই মূলত ওমরাহ। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যেকোনও সময় পবিত্র কাবাঘরের তাওয়াফ সহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরাহ বলা হয়। ওমরাহর ইতিহাসে ২০২৩ সালে রেকর্ড সংখ্যক দেশি-বিদেশি মুসলিম পবিত্র ওমরাহ পালন করেছেন।
  • Link to this news (এই সময়)