• Lok Sabha Election Third Phase : ১৩৬১ কোটির মালকিন! তৃতীয় দফায় ধনীতম BJP-র মহিলা প্রার্থী, কোটিপতিদের তালিকায় বাংলার কারা?
    এই সময় | ০৪ মে ২০২৪
  • তৃতীয় দফা লোকসভা ভোটের ১ হাজার ৩৫২ জন প্রার্থীর কমপক্ষে ২৯ শতাংশই কোটিপতি। আগামী ৭ মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ১২টি রাজ্যের ৯৪টি আসনে ভোটগ্রহণ।তৃতীয় দফার ধনীতম প্রার্থী কে?অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (ADR) তথ্য অনুযায়ী, তৃতীয় দফার প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৬৬ লাখ টাকা। সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে দক্ষিণ গোয়া কেন্দ্রের BJP প্রার্থী পল্লবী শ্রীনীবাস ডেম্পোর। তিনি মোট ১ হাজার ৩৬১ টাকার মালিক। এ ছাড়া গুনা লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৪২৪ কোটি টাকা। অন্যান্য প্রার্থীদের মধ্যে তিনজন JD(U), পাঁচজন উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থী, তিনজন NCP, তিনজন RJD এবং শরদ পাওয়ারপন্থী NCP প্রার্থীও কোটিপতিদের তালিকায় রয়েছেন।

    বাংলার কোন কোন প্রার্থী এই তালিকায়?ADR-এর তথ্য বলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকা। বাংলার শাসকদলের আরও চারজনও এই দফায় কোটিপতিদের তালিকায় রয়েছেন। নির্দল প্রার্থী মহম্মদ জামাল শেখ, যিনি পশ্চিমবঙ্গের মালদা দক্ষিণ কেন্দ্র থেকে লড়ছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪১ হাজার টাকা।

    কোন দলের কতজন প্রার্থী কোটিপতি?এই দফায় ৮২ জন BJP প্রার্থীর মধ্যে ৭৭ জন কোটিপতি। ৬৮ জন কংগ্রেস প্রার্থীর মধ্যে ৬০ জনই কোটিপতি।

    শরদ পাওয়ার গোষ্ঠীর তিনজন প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ৮৯ কোটি ৬৮ লাখ। অজিত পাওয়ার গোষ্ঠীর তিন প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ৬২ কোটি ৬৪ লাখ টাকা। এই দফায় ৮২ জন BJP প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ৪৪ কোটি ৭ লাখ টাকা। ADR-এর তথ্য অনুযায়ী আরও জানা গিয়েছে, কংগ্রেসের ৬৮ জন প্রার্থীর গড় সম্পত্তি ২০ কোটি ৫৯ লাখ টাকা। পাশাপাশি, উদ্ধব ঠাকরেপন্থী পাঁচজন প্রার্থীর মোট সম্পত্তির গড় ৫ কোটি ৬৫ লাখ টাকা। একনাথ শিন্ডেপন্থী শিবসেনার দুই প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ৯ কোটি ৮১ লাখ টাকা।

    ১ হাজার ৫৬৩ জন প্রার্থীর হলফনামা খতিয়ে দেখে ADR-এর রিপোর্ট জানাচ্ছে, মহারাষ্ট্রের ওসমানাবাদ কেন্দ্র থেকে সর্বাধিক প্রার্থী (৭৭) এই দফায় মনোনয়ন জমা করেছেন।

    উল্লেখ্য, এই দফায় ভাগ্যপরীক্ষা খোদ নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের। এ ছাড়াও ডিম্পল যাদব, শিবরাজ সিং চৌহান সহ একাধিক হেভিওয়েট।
  • Link to this news (এই সময়)