Arvinder Singh Lovely : ৬ দিনেই ইউ টার্ন! ভোটের মাঝেই BJP-তে যোগ দলত্যাগী কংগ্রেস নেতার
এই সময় | ০৪ মে ২০২৪
জল্পনাই সত্যি হল। লোকসভা ভোটের মধ্যে BJP-তে যোগদান করলেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অরবিন্দর সিং লাভলি। শনিবার বিকেলে দিল্লিতে BJP হেড কোয়ার্টারে তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। উপস্থিত ছিলেন দিল্লির BJP প্রধান বীরেন্দ্র সচদেব এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে।
আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট না মানতে পেরে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, পদ ছাড়লেও অন্য দলে যোগ দিচ্ছেন না তিনি। কিন্তু, ছয় দিনের মাথাতেই ইউ টার্ন। অনুমান করা হচ্ছে, অরবিন্দর সিং লাভলিকে দিল্লি থেকে ভোটে দাঁড় করাতে পারে পদ্ম শিবির।
এদিন কেবলমাত্র অরবিন্দর সিং লাভলিই নন, আরও তিন কংগ্রেস নেতাও BJP-তে যোগদান করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলবদলকারী অরবিন্দর সিং লাভলি বলেন, 'আমি কয়েকদিন আদে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। দিল্লির ৭০টি বিধানসভা আসনে আমরা কাজ করি। দলত্যাগের পর আমি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রত্যেকে আমায় বলেছেন, চুপ করে আর বসে থাকা চলবে না। আমি সততার সঙ্গে ভেবেছিলাম, ইস্তফার পর ঘরেই থাকব। রাজনীতি থেকে দূরে থাকব। কিন্তু, আমার সঙ্গীরা এবং কর্মীরা আমায় পরামর্শ দিলেন, দিল্লির লড়াই আমাকেই লড়তে হবে। এর জন্য একটি শক্তিশালী দলে থাকতে হবে। তাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বাধীন দেশের শাসকদলের সঙ্গে যুক্ত হলাম। ১৮ বছর বয়সে আমি কংগ্রেসে যুক্ত করেছিলাম। মাঝে কিছু সময়ের জন্য আমি রাজনীতি থেকে দূরে ছিলাম। ১৮ বছর বয়সে আমায় দলে সেখানো হয়েছিল, ইন্দিরা গান্ধী বলেছিলেন, তাঁর শরীরের ফোঁটা ফোঁটা খুন দেশের মানুষের জন্য। কিন্তু, এখন সেই কংগ্রেস দল টুকরো টুকরো করছে দেশকে। তাই এমন কোনও দলের সঙ্গে যুক্ত হলাম যারা দেশ জোড়ার কাজ করছে। যারা দেশের মানুষের জন্য চিন্তা করে না, সেই পার্টিতে না থাকার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছি।'
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সাল নাগাদ তিনি একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে মাস কয়েকের মধ্যেই ফের প্রত্য়াবর্তন হয় কংগ্রেসে। ফলে দলবদলের ইতিহাস রয়েছে তাঁর। এবার লোকসভা ভোটের আগে ফের পালটি খেলেন এই রাজনীতিবিদ।