• Garry Kasparov to Rahul Gandhi: 'আগে রায়বরেলিতে জিতে দেখান...', রাহুলের উপর কেন চটলেন কিংবদন্তি দাবাড়ু?
    এই সময় | ০৪ মে ২০২৪
  • প্রথম জন রাজনীতির পাশাপাশি ভালোবাসেন দাবা খেলতে। দ্বিতীয় জন দাবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। চৌষট্টি খোপের লড়াই থেকে অবসর নিয়ে পা রেখেছেন রাজনীতির ময়দানে। প্রথম জন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দ্বিতীয় জন তাঁরই প্রিয় দাবাড়ু তথা রুশ রাজনীতির গ্যারি কাসপারভ।আসলে রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেছিলেন যে, তিনি সমস্ত ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে সেরা দাবা খেলোয়াড়। এদিকে এক নেটিজেনও এই সংক্রান্ত মন্তব্য করেন। সেই মন্তব্যে কাসপারভ যে জবাব দিয়েছেন তা ভাইরাল হয়ে গিয়েছে।

    কী বলেছেন কিংবদন্তি দাবাড়ু?একাধক এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে একই মন্তব্য করেছেন তিনি। লিখেছিলেন, ‘প্রথমে রায়বরেলিতে জিততে হবে শীর্ষে ওঠার চ্যালেঞ্জ করার আগে।’ কিন্তু তাঁর এহেন মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই ফের মুখ খুললেন কাসপারভ।

    তিনি লিখেছেন, ‘তাঁর আশা, এই সামান্য রসিকতা নিয়ে কোনও ভুল বোঝাবুঝি হবে না। তবে সেই সঙ্গে কটাক্ষ করতে ভোলেননি কিংবদন্তি।’ তিনি বলেছেন, কোনও রাজনীতিককে তাঁর প্রিয় খেলা নিয়ে খোঁচা দিতে দেখতে চান না।

    শুক্রবার রায়বরেলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশের দিনই রাহুল ‘বার্তা’ পেয়েছেন কাসপারভের কাছ থেকে। কাসপারভ যে সামজমাধ্যমে সত্যিই রাহুলকে নিয়ে মন্তব্য করেছেন তা আরও ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। তবে বিজেপির একাংশের দাবি, ওই পোস্টটি ভুয়ো।

    গান্ধী-নেহরু পরিবারের পঞ্চম প্রজন্মের রাজনীতিকের উদ্দেশ্যে রুশ কিংবদন্তি সুপার গ্র্যান্ড মাস্টারের পরামর্শ, ‘ঐতিহ্যগত রীতি মেনে শীর্ষ পদে পৌঁছনোর আগে আপনাকে রায়বরেলি কেন্দ্র থেকে জিততে হবে।’

    এক্স হ্যান্ডেলে দাবা সংক্রান্ত রাহুলের পোস্টের জবাবেই ওই মন্তব্য করেন কাসপারভ। তবে তাঁর কয়েক ঘণ্টা পরেই রুশ দাবাড়ু জানান, নিছক মজা করার উদ্দেশ্যেই ওই মন্তব্য করেছেন িনি। ফলে একে মজা হিসবেই দেখা উচিত।

    সম্প্রতি লোকশভা নির্বাচনের প্রচারের সময় এক সাক্ষাৎকারে দাবা খেলার প্রতি আকৎ্ষণের কথা জানিয়ে কাসপারভকে নিজের প্রিয় দাবাড়ু বলে বর্ণনা করেছিলেন রাহুল গান্ধী।

    যদিও তথ্য বলছে, চৌষট্টি খাপের লড়াইয়ে চূড়ান্ত সফল কাসপারভ রাজনীতির ময়দানে তেমন ছাপ ফেলতে পারেননি। ভ্লাদিমির পুতিনের বিরোধিতায় নেমে গ্রেফতার হওয়ার পরে দেশ ছাড়তে হয়েছিল তাঁকে। দেশত্যাগী কাসপারভকে চলতি বছরের মার্চ মাসে ‘জঙ্গি’ তকমাও দিয়েছে পুতিনের সরকার।

    প্রসঙ্গত, মাত্র দু দিন আগে, রাহুল গান্ধী ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন যেখানে তিনি দাবা খেলাকে রাজনতির সঙ্গে তুলনা করেছিলেন।
  • Link to this news (এই সময়)