• Lok Sabha Election 2024 : ২০১৯-এর চেয়ে কম না বেশি, লোকসভায় বাংলায় কত আসন BJP-র? ভবিষ্যদ্বাণী ভোটকুশলীর
    এই সময় | ০৪ মে ২০২৪
  • দেশে এখনও পর্যন্ত দু'দফা লোকসভা নির্বাচন সম্পন্ন। এই দুই পর্বে কোন শিবির এগিয়ে গেল? শাসক না বিরোধী, কার দিকে রয়েছে বেশি সমর্থন? কী বলছে ট্রেন্ড? এই নিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত রাজনৈতিক কুশলীরা। আগামী পাঁচ দফা ভোটের জন্য কী কী রণকৌশল নিয়েছে রাজনৈতিক দলগুলি, সেগুলি নিয়েও চলছে হিসেবনিকেশ। কার ঝুলিতে কত আসন যেতে পারে, তা নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন ভোটকুশলী তথা ডিজাইন বক্সের প্রতিষ্ঠাতা নরেশ অরোড়া।মহিলা ভোটারের হারে বিশেষ পরিবর্তননবভারত টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নরেশ অরোড়া বলেন, 'এখনও পর্যন্ত হওয়া দুই দফা ভোটের ভোটারদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। তামিলনাড়ু, কেরালা, কর্নাটক এবং উত্তরের কিছু কিছু আসনে ট্রেন্ড একতরফা চলছে। মহিলা ভোটারদের হার বেড়ে এবার। ২০১৪ কিংবা ২০১৯-এর তুলনায় মহিলাদের পরিসংখ্যান ২০২৪-এ বেশি। তবে মহিলারা সরকারের পরিবর্তন চাইছেন বলে মনে হচ্ছে না।'

    আবকি পার কত আসন পার?BJP কি ৩০০-র গণ্ডি পেরোতে পারবে? এ প্রসঙ্গে ভোটকুশলী নরেশ অরোড়া বলেন, 'কিছু কিছু আসনের ক্ষেত্রে সহজ জয় পাবে BJP। তবে কোনও কোনও রাজ্যে গেরুয়া শিবিরের জন্য পথটা কঠিন হবে। তবে এখনও পর্যন্ত ২০১৯-এর ট্রেন্ডে কোনও পরিবর্তন চোখে পড়ছে না। আমার অনুমান, BJP ৩০০-র বেশি আসনে জয়লাভ করবে।'

    বাংলায় কত আসন পেতে পারে BJP?পশ্চিমবঙ্গ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন নরেশ অরোড়া। তিনি বলেন, 'বাংলায় BJP-র আসন বাড়বে। একটি হলেও আসন বাড়ার সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের।' উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভায় BJP বাংলায় থেকে ১৮ জন সাংসদ পেয়েছিল। অর্থাৎ এই ভোটকুশলী মনে করছেন, এবার গতবারের থেকে একটি হলেও বেশি আসন জিতবে BJP। তামিলনাড়ুতেও কোনও না কোনও আসন জিতবে তারা। এমনটাই মন্তব্য নরেশ অরোড়ার। তিনি আরও বলেন, 'ওডিশা, উত্তর পূর্ব, উত্তর প্রদেশে BJP-র আসন বাড়বে। পঞ্জাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে আপের সঙ্গে। মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে BJP-র পরিস্থিতি অনেকটাই শক্তিশালী। মহারাষ্ট্রে টালমাটাল পরিস্থিতি থাকলেও BJP সেখানে ভালো ফল করবে। বরং অজিত পাওয়ারের শাসকদলে যোগদানের ফলে বিরোধী গোষ্ঠীর আসন কমবে। কেরালায় এক দু'টি আসনে BJP হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে একটি আসন পাওয়াও সম্ভব হবে না। তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে BJP কয়েকটি আসন পেতে পারে।'
  • Link to this news (এই সময়)