• BJP কর্মীর শুভেন্দু অধিকারীকে 'দিদি' ডাক? জানুন ভাইরাল ভিডিয়োর সত্যতা
    এই সময় | ০৪ মে ২০২৪
  • সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পলের সমর্থনে আয়োজিত একটি সভায় এক BJP কর্মী নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারীর আগে 'দিদি' সম্বোধন করে। বুম লাইভ এই ভিডিয়োটির সত্যতা যাচাই করে জানতে পারে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।ঠিক কী ভিডিয়ো ভাইরাল হয়েছে?

    শুভেন্দু অধিকারী ২০২০ সালে তৃণমূল ছেড়ে যোগদান করেছিলেন BJP-তে। এরপর তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়েন এবং জয়ী হন। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে অগ্নিমিত্রা পলকে লোকসভা নির্বাচন ২০২৪-এ মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে BJP। সম্প্রতি ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি ক্লিপে বক্তাকে বলতে শোনা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা থেকে মোদীজির আমাদের প্রার্থী এবং আমাদের প্রত্যেকের প্রিয় দিদি শুভেন্দু অধিকারী।'

    এই ভিডিয়োটি একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয় এবং ক্যাপশানে লেখা হয়, 'প্রিয় দিদি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী।' সঙ্গে ব্যবহার করা হয় একটি ইমোজিও।

    তদন্তে সামনে এল সত্যিটা

    সত্যিই কি কোনও BJP নেতা এই ধরনের মন্তব্য করেছেন? এই প্রসঙ্গে তথ্য যাচাই করে বুম লাইভ। সেখানেই দেখা যায়, ওই ভিডিয়োটির উপরের দিকে বাম অংশে মেদিনীপুর লাইভের লোগো দেওয়া। আর তা দেখেই সার্চ করে একটি ভিডিয়ো সামনে আসে। ভিডিয়োর উপরে লেখা, 'অগ্নিমিত্রা পলের সমর্থনে বিজয় সংকল্প সভা'। পাশাপাশি ভাইরাল ভিডিয়োটির মতো মেদিনীপুর লাইভের ভিডিয়োতেও স্টেজে অগ্নিমিত্রা পল, শুভেন্দু অধিকারীকে দেখা যায়। লাইভ ভিডিয়োর ক্যাপশন ছিল, 'খড়গপুর শহরে প্রচার সভাতে শুভেন্দু অধিকারী লাইভ'।

    সেখানে দেখা যায়, বক্তা ভিডিয়ো শুরুর প্রথম ২৫ সেকেন্ড পর্যন্ত বলছেন, 'খুন হওয়া, চুরি হওয়া, সন্দেশখালির মতো ঘটনা ঘটানো। তাই আগামী লোকসভা ভোটে এই মেদিনীপুর কেন্দ্রে নরেন্দ্র মোদীজি আমাদের প্রার্থী এবং আমাদের প্রিয় দিদি শুভেন্দু অধিকারী, দিদি মাননীয়া অগ্নিমিত্রা পল মহাশয়াকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।' এর থেকেই স্পষ্ট তিনি দিদি বলতে অগ্নিমিত্রা পলকে বুঝিয়েছেন এবং মুখ ফসকে দিদির পর শুভেন্দু অধিকারী বলে ফেলেছেন।

    ঠিক কী সিদ্ধান্তে আসা গেল?

    অর্থাৎ এই ভিডিয়োটি ভুল ভাবে ব্যবহার করা হচ্ছে এবং তা বিভ্রান্তিকর, এই তথ্যগুলিতে তা স্পষ্ট হয়।

    (This article was originally published by Boom Live and later edited and translated by Ei Samay Digital)
  • Link to this news (এই সময়)