CPIM : সেই চেনা কন্ঠস্বর! AI প্রযুক্তির নয়া চমক, ডিজিটাল বুদ্ধদেব নির্মাণ বামেদের
এই সময় | ০৫ মে ২০২৪
সেই চেনা কন্ঠস্বর। ভারী গলা ভেসে এল সোশ্যাল মিডিয়ার পর্দায়। নিজের বক্তব্য পেশ করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। না, রক্ত-মাংসের শরীরের নয়। প্রযুক্তির ভরসায় AI ভিডিয়ো তৈরি করল সিপিএম। লোকসভা নির্বাচনের মাঝে কর্মীদের চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ বামেদের।AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ভিডিয়ো ক্লিপ। সেই ক্লিপে নিখুঁত কণ্ঠস্বরও শোনা গেল বর্ষীয়ান বাম নেতার। বর্তমান রাজ্য রাজনীতির অবস্থা নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। তাঁর গলায় উঠে এল গত কয়েকমাসে নির্বাচনী আবহে ভেসে ওঠা নানা প্রসঙ্গ।
ভিডিয়োর শুরুতেই বুদ্ধদেব ভট্টাচার্য-র AI অবতার জানতে চাইলেন, ‘কেমন আছেন সবাই?’ প্রশ্নের উত্তর দিলেন নিজেই। সেই কন্ঠস্বর জানাল, ‘দেশ-দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে মানুষের ভালো থাকা সত্যিই দুস্কর।’ এরপর রাজ্য রাজনীতির একাধিক প্রসঙ্গ উঠে আসে তাঁর গলায়।
গত কয়েক মাসে বহুল চর্চিত ‘সন্দেশখালি’ প্রসঙ্গ বাদ যায়নি তাঁর বক্তৃতা থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য-র অবতার বলেন, ‘সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনও ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই , মহিলাদের সম্মান নেই। দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা।’ স্বাভাবিকভাবেই উঠে আসে, রাজ্যে শিল্প-কর্মসংস্থানের বিষয়টি। রাজ্য সরকারকে শিল্পায়ন নিয়ে লাগাতার সমলাচনা চালিয়ে গিয়েছেন বাম নেতৃত্ব।
এই ভিডিয়ো ক্লিপে সেই বিষয় নিয়েও মতামত তুলে ধরেন ডিজিটাল বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে চেয়েছিলাম। এই রাজ্যে শিল্প হবে, কৃষির উন্নতি হবে। ছোট ছোট ছেলেমেয়েরা চাকরি পাবে।’ আক্ষেপ শোনা যায় তাঁর গলায়।
রাজ্যের শাসক দলের পাশাপাশি কেন্দ্রের বিজেপির সরকারের সমালোচনাও শোনা যায় তাঁর গলায়। বুদ্ধদেব বলেন, ‘কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি। নোটবন্দী করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ। এখন সামনে এসেছে ইলেক্টরাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ধুঁকছে অর্থনীতি।’ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ শোনা যায় তাঁর গলায়। উল্লেখ্য, এর আগে ডিজিয়াল মাধ্যমে নানা ধরণের কার্টুন, ব্যাঙ্গচিত্র, প্যারোডি গান তৈরি করে প্রচার চালিয়েছে বামেরা। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র এই AI প্রতিমূর্তি এবং তাঁর ভাষণ বাম কর্মী-সমর্থকদের বাড়তি উৎসাহ যোগাবে বলেই ধারণা রাজনৈতিক মহেল।