• Fact Check : মোদীর প্রশংসায় পঞ্চমুখ CPIM নেত্রী সুভাষিনী আলি? এই ভাইরাল ভিডিয়ো কি আদৌ সত্য?
    এই সময় | ০৫ মে ২০২৪
  • ডানপন্থী BJP-র কাছে চক্ষুশূল বামেরা। লাল পার্টির জেরেই বাংলা, কেরালা, ত্রিপুরার মতো রাজ্যগুলির পরিস্থিতি খারাপ হয়েছে বলে মনে করে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সম্প্রতি বলতে শোনা গিয়েছে, বামেদের শাসনকালে নষ্ট হয়েছে বাংলা। সেই চিরকালীন প্রতিদ্বন্দ্বীর প্রশংসা শোনা গেল বাম নেত্রীর গলায়? নরেন্দ্র মোদীর তারিফ করলেন CPIM-এর পলিটব্যুরো সদস্য সুভাষিনী আলি? বিষয়টি ঠিক কী?

    কী ভাইরাল হয়েছে?সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘুরপাক খাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, CPIM-এর বর্ষীয়ান নেত্রী সুভাষিনী আলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরাজ প্রশংসা করছেন। তাঁকে, 'শান্তির প্রতীক' বলে উল্লেখ করছেন। পাশাপাশি রাহুল গান্ধীর তীব্র সমালোচনাও করছেন CPIM-এর এই পলিটব্যুরো সদস্য।

    ভিডিয়োতে দেখা যাচ্ছে, ৯৯ খবর নামে একটি আঞ্চলিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুভাষিনী আলি বলছেন, 'রাহুল গান্ধী রাজনীতি সম্পর্কে কিছু জানেন না। ভারতকে বাঁচাতে গেলে নরেন্দ্র মোদীকে নির্বাচিত করা প্রয়োজন। দেশবাসীর উচিত নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ থাকা। আমার ৬৫ বছর বয়সে আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি, জওহরলাল নেহরু এবং নরেন্দ্র মোদীকেও দেখেছি। একজন বাবা তার চার সন্তানকে সামলাতে পারছেন না। প্রত্যেকে আলাদা আলাদা গন্তব্যে পাড়ি দিচ্ছে। একমাত্র নরেন্দ্র মোদী দেশকে সামলাতে পেরেছেন। আমাদের তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, দেশটি ইরান, ইরাক হয়ে যায়নি। যদি কখনও বিশ্বযুদ্ধে পরিস্থিতি তৈরি হয়, নরেন্দ্র মোদীই আমাদের বাঁচাবেন।'

    এক্স হ্যান্ডেলে এই ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই হু হু করে ভাইরাল হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'দয়া করে সুভাষিনী আলির কথা শুনুন। জনসাধারণের জন্য তাঁর একটি বিশেষ বার্তা রয়েছে। ভারতের উন্নতির জন্য সকলে বিচার বিবেচনা করে ভোট দিন।' জনৈক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'CPIM নেত্রী সুভাষিনী আলি জনসাধারণের জন্য একটি বিশেষ মেসেজ দিচ্ছেন। জাগো ভারত জাগো। বিচার করে ভোট দিন। নিজের পরিবারের ভবিষ্যতের জন্য ভোট দিন।'

    অনুসন্ধানএই ভিডিয়োর তথ্য যাচাই করেছে বুম। দেখা গিয়েছে, সুভাষিনী আলি নিজেই জানিয়েছেন, এই ভাইরাল ভিডিয়ো তাঁর নয়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি।

    পাশাপাশি, ৯৯ খবর সংবাদের লোগোটি ভিডিয়োতে দেখা গিয়েছে। অনুসন্ধানে দেখা যায়, গত ২৯ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। 'হোয়াই বিউটিফুল গার্লস আর আপসেট উইথ রাহুল গান্ধী| মোদী বনাম রাহুল গান্ধী পাবলিক ওপিনিয়ন| লোকসভা ভোট ২০২৪' শীর্ষক এই ভিডিয়োতে ৭ মিনিট ১ সেকেন্ড থেকে একটি অংশ কেটে ভাইরাল করা হয়েছে। যেখানে এক মহিলাকে দেখা গিয়েছে। ৯৯ খবরের অন্যা নানা ভক্স পপেও এই মহিলাকে দেখা গিয়েছে।

    এই ভাইরাল ক্লিপ রিপোস্ট করে সুভাষিনী আলি গত ৩ মে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'আমার নামে এই ফেক ভিডিয়ো ছড়ানো হচ্ছে। এটি আমি নই। আমার কণ্ঠস্বরও নয়। নির্বাচন কমিশন এবং পুলিশে অভিযোগ করেছি। দেখা যাক তারা কী পদক্ষেপ নেন।'

    সত্যিটা কী?অতএব CPIM নেত্রী সুভাষিনী আলির নাম করে নরেন্দ্র মোদীর প্রশংসার যে ভিডিয়ো ভাইরাল করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো।

    This story was originally published by Boom and lated translated and edited by Ei Samay Digital.
  • Link to this news (এই সময়)