• ‘এটা খাবে না’, সন্দেশখালির ভিডিয়ো নিয়ে পালটা তৃণমূলকে তোপ শুভেন্দুর
    এই সময় | ০৫ মে ২০২৪
  • একটি ভাইরাল ভিডিয়ো। যা নিয়ে ফের চর্চার কেন্দ্রবিন্দু সন্দেশখালি। বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিয়ো ( সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে, পুরোটাই তৃণমূল কংগ্রেসের তরফে বানানো হয়েছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।ওই ভিডিয়োতে (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) বিজেপি নেতা গঙ্গাধরকে বারবার শুভেন্দু অধিকারীর নাম নিতে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন। এমনকি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

    তবে, বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘সন্দেশখালির মুখ ওখানকার অত্যাচারিত মহিলারা। এই নিয়ে ৩৮৯টি অভিযোগ হয়েছে। বেশ কিছু অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে। পরে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বেও অভিযোগ জমা পড়েছে। পুলিশ নিজে তিনটি ধর্ষণ, হেনস্থার এফআইআর ট্রিট করেছে। সব কি মিথ্যা?’ তিনি বলেন, ‘এই ইস্যু খাবে না।’

    নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘সত্যকে বিকৃত করে দেওয়া যেতে পারে এবং একটি বিভ্রান্তিকর সংস্করণ প্রচার করা যেতে পারে। তবে এর আয়ু খুব কম। শেষ পর্যন্ত সত্যের জয় হবেই।’ বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা।

    Abhishek Banerjee : সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো, বিস্ফোরক অভিষেক

    সন্দেশখালির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য স্ট্রিং অপারেশনে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শনিবার নদিয়ার নবদ্বীপে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচারে আসেন শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয় শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যেই গঙ্গাধর কয়াল সিবিআই ডাইরেক্টরকে মেইল মারফত চিঠি লিখেছেন। একই সঙ্গে আজই দিল্লি গিয়ে সিবিআই ডাইরেক্টরের কাছে এর কাছে লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।

    উল্লেখ্য, সন্দেশখলির ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে সন্দেশখালি ২ নম্বর ব্লক সভাপতি গঙ্গাধর কয়ালকে। তবে, বিষয়টি নিয়ে এদিন নিজে একটি ভিডিয়ো পোস্ট করে তাঁর বক্তব্য জানিয়েছেন গঙ্গাধর। ভিডিয়োতে তাঁকে দেখা গেলেও তাঁর গলার স্বর বিকৃত করা হয়েছে বলে দাবি তাঁর। এমনকি, এই বিষয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজে লাগানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সিবিআইকে চিঠি পাঠিয়েছেন সেই বিজেপি নেতা।
  • Link to this news (এই সময়)