• Rainfall Forecast : আজই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, ৮ জেলায় কালবৈশাখী! টানা ৪ দিন ভিজবে দক্ষিণবঙ্গ
    এই সময় | ০৫ মে ২০২৪
  • রবিবার থেকেই বঙ্গে হাওয়া বদল! বিক্ষিপ্তভাবে শুরু হবে বৃষ্টি। কমবে তাপমাত্রার পারদ। সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার হতে পারে কালবৈশাখী, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টির জন্য কাতর আর্জি জানাচ্ছিল তারা। অবশেষে রবিবার হবে বৃষ্টিপাত। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে।

    কোন কোন জেলায় কবে বৃষ্টিপাত?

    রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।সোমবার কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের ৮ জেলায়। বৃষ্টিপাত আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা সহ বাকি জেলাতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।বুধবার সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    রবিবার থেকেই তাপমাত্রা কমবে শহর কলকাতার। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবারও তাপমাত্রা কমেছিল। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ।

    রবিবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি করা আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
  • Link to this news (এই সময়)