• ১২ লাখ টাকার আইনের বই, সল্টলেকে বহুমূল্য ফ্ল্যাট, কত সম্পত্তির মালিক অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
    এই সময় | ০৫ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনের আগে বিচারপতির আসন ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছিল। দুর্নীতি সংক্রান্ত মামলায় একের পর এক নির্দেশ দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, লোকসভা নির্বাচনের আগে তিনি যোগ দিয়েছেন BJP-তে এবং তাঁকে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। শনিবার হলফনামা জমা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই নিয়ম মোতাবেক আয় এবং সম্পত্তির হিসাব দেন তিনি।লাখ লাখ টাকা আয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    হলফনামা মোতাবেক ২০২২-২৩ অর্থবর্ষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আয় ৫৯ লাখ ৩৬ হাজার ৫০০, ২০২১-২২ সালে তাঁর আয় ৪২ লাখ ১৬ হাজার ০১৮, ২০২০-২১ সালে তাঁর আয় ৩৮ লাখ ৮৪ হাজার ০২১, ২০১৯-২০ সালে তাঁর আয় ৩৫ লাখ ৬২ হাজার ৪৪০ এবং ২০১৮-১৯ সালে তাঁর আয় ৩১ লাখ ০৬ হাজার ৩৩৬।

    হলফনামা মোতাবেক তাঁর হাতে রয়েছে ১২ হাজার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি গাড়ি রয়েছে, যার দাম ৫ লাখ ৮২ হাজার ৫৮৪। পাশাপাশি ২টি আংটি এবং ১০ গ্রামের স্টোন রয়েছে তাঁর। যার মূল্য ৭৫ হাজার। তাৎপর্যপূর্ণভাবে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছে ১২ লাখ টাকার আইনের বই রয়েছে।

    সল্টলেকে একটি ফ্ল্যাট রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যার বর্তমান মূল্য ৯৫ লাখ টাকা। তবে ৫০ লাখ টাকা ঋণ রয়েছে তাঁর।

    কত টাকার অস্থাবর সম্পদ রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?

    অস্থাবর সম্পদের ক্ষেত্রেও অঙ্কটা বেশ চোখ ধাঁধানো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অস্থাবর সম্পদ রয়েছে ৩ কোটি ৭ লাখ ২১ হাজার ১৫২.৩৫।

    অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার শুরু চাকরি দিয়ে। এরপর তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে শোনা গিয়েছে তাঁকে।

    Rachana Banerjee Property : শেয়ার ও বন্ডে বিপুল বিনিয়োগ, দিদি নং ১ রচনার ট্যাঁকের জোর

    পাশাপাশি তাঁর বিভিন্ন মন্তব্য নানান সময় বিতর্কের ঢেউ উঠেছিল এজলাসের বাইরে রাজনৈতিক মহলে। তিনি বিচারপতি পদে আসীন থাকাকালীন তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ উঠেছিল একাধিকবার।

    লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি সকলকে চমকে বিচারপতি পদ থেকে ইস্তফা দেন এবং রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দেন BJP-তে এবং দল তাঁকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
  • Link to this news (এই সময়)