• পিএফের পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি সার, গেরুয়া জমানার দশ বছরে বাড়েনি কিছুই
    বর্তমান | ০৫ মে ২০২৪
  • পিএফের কেন্দ্রীয় অছি পরিষদের প্রাক্তন সদস্য দিলীপ ভট্টাচার্য বারবার পরিষদের বৈঠকেই সরব হয়েছেন পেনশন বৃদ্ধি নিয়ে। তাঁর কথায়, কর্পোরেটদের হাজার হাজার কোটি টাকা ঋণ মকুব করা হচ্ছে। কিন্তু প্রবীণদের ন্যায্য টাকা দিতে হাত কাঁপে মোদি সরকারের। ন্যূনতম পেনশন নিয়ে দেশজুড়ে আন্দোলন চালাচ্ছে ইপিএস-৯৫ স্কিমের আওতায় থাকা পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি। এখানকার রাজ্য সভাপতি তপন দত্ত বলেন, ১০ বছর আগে বিজেপি দাবি করেছিল পেনশন অন্তত ৩ হাজার টাকা হওয়া উচিত। কিন্তু ১০ বছরে কোনও পদক্ষেপই করেনি। শুধু মিথ্যাচার।
  • Link to this news (বর্তমান)