Rainfall In West Bengal : তাপপ্রবাহে রাশ, বিকালেই কি স্বস্তির বৃষ্টি?
এই সময় | ০৫ মে ২০২৪
এই সময়: এক দু’দিনের নয়, তীব্র গরমের পর্বের শেষে বাংলায় সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের সর্বত্রই বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ, রবিবার থেকেই হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে রয়েছে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও।রবিবার থেকেই বঙ্গের উপর থেকে সরতে চলেছে তাপপ্রবাহের সতর্কতা। শনিবার রাজ্যের চারটি জায়গা ছাড়া আর কোথাও তাপপ্রবাহ ছিল না। যা শুক্রবারের থেকে অনেকটাই কম। যদিও এ দিনও কলাইকুন্ডায় তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই রাজ্যের সর্বত্রই তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামবে। আগামী সপ্তাহে রাজ্যের গড় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকেই তীব্র গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিদ্যুতের ঝলকানিও দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকবে। সেখানে সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
বঙ্গোপসাগরের একাধিক এলাকায় ঘূর্ণাবর্তের ফলেই জোলো হাওয়া ঢুকতে শুরু করেছে স্থলভাগে। সেটাই বৃষ্টির পথ সুগম করেছে বলে জানিয়েছেন আবহওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা থাকায় সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শনিবার কলাইকুন্ডায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি বেশি। কলাইকুন্ডার পাশাপাশি তাপপ্রবাহ বহাল ছিল মগরা (৪০ ডিগ্রি), পানাগড় (৪১.১ ডিগ্রি) এবং আসানসোলে (৪০.৫)। এ ছাড়া মেদিনীপুর, ঝাড়াগ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সিউড়িতে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। তবে তা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রির বেশি না হওয়ায় তাপপ্রবাহ হিসেবে ধরা হয়নি। শুক্রবারও রাজ্যের ৯টি জায়গায় তাপপ্রবাহ ছিল। শনিবার তাপমাত্রা কম থাকলেও বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বেশি অনুভূত হয়েছে।