সুকৌশলে বিদ্যুতের মাশুল বৃদ্ধি, দাবি শুভেন্দুর! অভিযোগ খারিজ WBSEDCL-এর
এই সময় | ০৫ মে ২০২৪
রাজ্যে পরিকল্পনামাফিক বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি হিসেব তুলে ধরেন তিনি। যদি, WBSEDCL-এর পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বিদ্যুতের মাশুল গত বছরের তুলনায় বৃদ্ধি হয়নি। এই জাতীয় প্রচার বিভ্রান্তিকর।শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে জানান, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইডিসিএল) চুপিসারে শুল্ক স্ল্যাব পুনর্বিন্যাস করেছে। যাতে গ্রাহকদের পকেট থেকে আরও বেশি টাকা তোলা যায়। এটি একটি পরিকল্পনামাফিক পদক্ষেপ।
তিনি জানান, শুল্কের হার বাড়ানো হয়নি তবে বিদ্যমান স্ল্যাবগুলি এমনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে যাতে গ্রাহককে শেষ পর্যন্ত অনেক বেশি অর্থ প্রদান করতে হবে। মে-জুলাই ত্রৈমাসিকের জন্য জেনারেট করা একজন গ্রাহকের ত্রৈমাসিক বৈদ্যুতিক বিলের উপর মুদ্রিত স্ল্যাবের সংশোধিত হার এর সঙ্গে যুক্ত করা হয়েছে।
উদাহরণস্বরূপ তিনি জানান, যেখানে বিদ্যুৎ খরচ 300 ইউনিট। গ্রাহকদের টাকা দিতে হবে পুরাতন স্ল্যাব অনুযায়ী 1948.60। কিন্তু স্ল্যাব পুনর্বিন্যাস করার কারণে, গ্রাহককে টাকা দিতে হবে 2351.18। আবার, যেখানে বিদ্যুৎ খরচ 1000 ইউনিট। গ্রাহককে টাকা দিতে হবে পুরাতন স্ল্যাব অনুযায়ী 7456.04 টাকা। কিন্তু স্ল্যাব পুনর্বিন্যাস করার কারণে গ্রাহককে টাকা দিতে হবে 8805.18।
WBSEDCL-এর বিল অনুযায়ী ট্যারিফ-এর পুনর্বিন্যাস নিয়ে সমাজ মাধ্যমে বেশ কিছু পোস্ট ঘোরাফেরা হচ্ছে। গরমের মাঝেই বিদ্যুতের ভাড়া হয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, প্রচন্ড গরমে এমনিতেই বিদ্যুতের খরচা বেড়ে যায় গ্রাহকদের। তার মধ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি জনগণের খরচের উপর বাড়তি চাপ দেবে বলেই জানিয়েছেন তিনি।
অন্যদিকে, WBSEDCL -এর তরফে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এবার বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়নি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। WBSEDCL একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময় বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারন করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। তবে, ইউনিট প্রতি চার্জে আদৌ কোনও পরিবর্তন আনা হয়নি। বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনওরূপ মাশুল বৃদ্ধি করা হয়নি। এই ধরনের প্রচার বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে বলে দাবি করা হয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে।